দু দিনেই ২০০ কোটি! ভোর তিনটের শো হাউজফুল হচ্ছে ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ এর!

বাংলাহান্ট ডেস্ক: বাহুবলী, পুষ্পা, আর আর আর যে ধারা শুরু করেছিল তা গৌরবের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ (KGF Chapter 2)। সুপারস্টার যশের প্রথম ছবি ‘কেজিএফ’ যে প্রত‍্যাশা তৈরি করেছিল তা পূরণ করতে সক্ষম হয়েছে সিক‍্যুয়েল ছবিটি। ফিল্ম বিশেষজ্ঞদের দাবি সত‍্যি করে মুক্তির দিন থেকেই ব‍্যবসায় গতি ধরে ফেলেছে ছবিটি। পরিস্থিতি এখন এমনি যে ভোর তিনটে-চারটে সময়ও শো রাখা হচ্ছে!

তামিলনাড়ুতে ৮ টি প্রেক্ষাগৃহে ভোর ৩ টে এব‌ং ৪ টের সময় শো রাখা হয়েছে। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আর আর আর কেও ছাপিয়ে গিয়েছিল এই ছবি। করোনা পরবর্তী সময়ে এই ছবির টিকিটই সবথেকে বেশি আগাম বিক্রি হয়েছে। এখন শো দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না হল মালিকরা।

1650096710866
তাই এত ভোরবেলা শোয়ের সময় রাখা হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয়, সেই শোগুলিতেও দর্শক সংখ‍্যা চমকে দেওয়ার মতো। ভোর তিনটের সময় শো হাউজফুল হচ্ছে, এমনটা আগে কোনো ছবির ক্ষেত্রে হয়েছে বলে মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা। নতুন সর্বভারতীয় সুপারস্টার হিসাবে উঠে আসছে যশের নাম।

1650096710861
কেজিএফ সিরিজের প্রথম ছবিটি হিন্দি ভাষায় মুক্তির দিনে ব‍্যবসা করেছিল ভারতে ৪৪.০৯ কোটি টাকার। সিক‍্যুয়েল ছাপিয়ে গিয়েছে সে অঙ্ককে। প্রথম দিনেই ৫৩.৯৫ কোটি টাকা তুলে ফেলেছে কেজিএফ চ‍্যাপ্টার ২‌। উল্লেখ‍্য, বলিউডে এ যাবৎ মুক্তির দিনে সবথেকে বেশি ব‍্যবসা করার রেকর্ড ছিল ওয়ার (৫১.৬০ কোটি) এবং ঠাগস অফ হিন্দুস্তান (৫০.৭৫ কোটি) এর। কেজিএফ চ‍্যাপ্টার ২ ভেঙে দিয়েছে সেই রেকর্ড।

সূত্রের খবর, দ্বিতীয় দিনে হিন্দি সংষ্করণটি প্রায় ৪৩-৪৫ কোটি টাকার ব‍্যবসা করেছে। সব মিলিয়ে হিন্দি ভাষাতেই ৯৬-৯৮ কোটি টাকা তুলে নিয়েছে যশের ছবি। অর্থাৎ মাত্র দু দিনেই ১০০ কোটির ঘরে ঢুকে পড়তে চলেছে কেজিএফ এর দ্বিতীয় চ‍্যাপ্টার।

সব ভাষার ক্ষেত্রে দ্বিতীয় দিনে ৮৬-৮৮ কোটি টাকা তুলেছে এই ছবি। আর প্রথম দিনে অঙ্কটা ছিল ১১৬ কোটি। মাত্র দুদিনেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছেন যশ। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, এভাবেই চলতে থাকলে ৩০০ কোটির ঘরে ঢুকতে বেশি সময় লাগবে না কেজিএফ চ‍্যাপ্টার ২ এর।


Niranjana Nag

সম্পর্কিত খবর