বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতেই এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দু হল মসজিদ থেকে লাউডস্পিকার বাজানো। কর্ণাটক থেকে শুরু করে মহারাষ্ট্র, চারিদিকেই চলছে মসজিদে লাউডস্পিকার ব্যবহারে বিরোধিতা। আর এই বিতর্কের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, কিছুদিন আগে ১০ এপ্রিল রামনবমীর শোভাযাত্রায় যখন দেশের একাধিক রাজ্যে পাথর ছোড়ার ঘটনা সামনে এসেছিল এবং অশান্তির খবর পাওয়া গিয়েছিল। তখন একমাত্র উত্তরপ্রদেশই এই অশান্তির আঁচ থেকে দূরে ছিল। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে, রাজ্যে রামনবমীতে দাঙ্গা দূরের কথা একটা ঝগড়া পর্যন্ত লাগেনি।
তিনি এও বলেছিলেন যে, রাজ্যে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর সরকার ও প্রশাসন। দাঙ্গাকারিদের সতর্ক করে তিনি বলেছিলেন যে, রাজ্যে দাঙ্গা ছড়াতে চাইলে তাঁকে এমন সাজা দেওয়া হবে যে, আজীবন সে মনে রাখবে। আর এবার সেই ধর্মীয় উন্মাদনায় রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন।
যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এবার প্রশাসনের অনুমতি ছাড়া কোনও ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা যাবেনা। পাশাপাশি তিনি এও বলেছেন যে, কোনও ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার হলে, তা যেন ওইটুকু এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আওয়াজ কোনোরকম ভাবেই যেন আশেপাশের মানুষকে বিরক্ত না করে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, লাউডস্পিকারের কারণে অন্য ধর্মের মানুষদের যেন কোনোরকম সমস্যা না তৈরি হয়।