বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার অম্বিকা কুণ্ডু লাইনের বাসিন্দারা বিগত কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। তাদের আশঙ্কা ছিল যে, তাদের এলাকায় বিশ্বের বিখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনের সংগঠনের লোকরা বসবাস করছে। আর এই আশঙ্কা থাকবেই না কেন? ওয়াইফাই অন করলেই নাম দেখা যেত ‘আল-কায়দা”র। এরপরও তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশও বিষয়টি গুরুগম্ভীর ভাবে নিয়ে তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দেয়। পুলিশ সেই জঙ্গি সংগঠনের ওয়াইফাই নেটওয়ার্ক ট্র্যাক করে একজনকে চিহ্নিত করে। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদও চালায় পুলিশ। আর এরপরই সব জলের মতো পরিস্কার হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে পুলিশ এক যুবককে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই জানা যায় যে, তার ওয়াইফাই নেটওয়ার্কের নাম এমন কেন? ধৃত যুবক জানায় যে, তার অনুমতি ছাড়াই এলাকায় মানুষ তার ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করত। আর এই কারণে তার ডেটাও শেষ হয়ে যেত। তখনই সেই দুটি জঙ্গি গোষ্ঠীর নামে তার নেটওয়ার্কের নামকরণ করে।
একটি নাম ছিল লাদেনের আল-কায়দার নামে। একটি ছিল ইন্ডিয়ান মুজাহিদ্দিন নামে। যুবক জানায়, এমন নাম দেখে তার নেটওয়ার্কে আর কেউ ঢোকার সাহসই দেখাত না। আর এই কারণে তার দৈনিক ডেটাও শেষ হত না। যদিও, এই কাজের জন্য পুলিশের কাছে ক্ষমা চায় সেই যুবক। এবং পুলিশও তাঁকে ছেড়ে দেয়। তবে, প্রশ্ন একটাই উঠছে যে, সেই যুবক পাশওয়ার্ড দিয়ে ওয়াইফাই সিকিওর করার বদলে এমন নাম দিল কেন?