লালুর বাড়িতে ইফতার পার্টিতে নীতীশ কুমার! ফের সঙ্গী বলাচ্ছে JDU? জোর জল্পনা বিহারে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে আয়োজিত হয় ইফতার পার্টি আর তা নিয়েই বর্তমানে শোরগোল পড়েছে গোটা রাজ্যে। গত শুক্রবার বিরোধী দলের এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আর এরপরই শুরু হয় জল্পনা। পূর্বেও বিহারে একাধিকবার রাজনৈতিক পটভূমির পরিবর্তন ঘটতে দেখা গেছে। তাই বর্তমানে বিরোধী দল আয়োজিত অনুষ্ঠানে নীতিশের উপস্থিতি যে জল্পনা বাড়িয়ে তুলেছে, তা বলা বাহুল্য।

বিহারের নীতীশ কুমার সমর্থিত বিজেপি সরকারের এখনো দু বছরও পূরণ হয়নি আর এর মাঝেই এদিন লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপের মন্তব্যে জল্পনা আরো বৃদ্ধি পেলো। প্রসঙ্গত, রাবড়ি দেবী হলেন লালু প্রসাদ যাদবের স্ত্রী। স্বভাবতই, তাঁর দল আরজেডি এবং দলের প্রধান মুখ তেজস্বী যাদবের সঙ্গে নীতিশের খারাপ সম্পর্কের কথা সকলের জানা আর এই অবস্থায় তাঁদের পার্টিতে নীতীশ কুমারের হাজির হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলে।

নীতীশ কুমার পুনরায় সঙ্গী পরিবর্তন করতে চলেছেন কিনা, এই প্রসঙ্গে এদিন তেজ প্রতাপ বলেন, “পূর্বে আমি নীতীশ কুমারের জন্য ‘নো এন্ট্রি’ বোর্ড প্রস্তুত রেখেছিলাম, কিন্তু বর্তমানে ‘নীতীশ চাচাজি’ বোর্ড তৈরি করেছি। তবে এর মাঝেই বর্তমানে তাঁর সঙ্গে সরকার গঠিত হবে কিনা,তা নিয়ে এখন কোন মন্তব্য করব না। এসবই এখন গোপন ব্যাপার।”

যদিও এ সকল জল্পনা উড়িয়ে তেজস্বী যাদব এ দিন জানান, “আমরা বিজেপি, জেডিইউ কিংবা এলজেপি সহ সকল দলকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম। ইফতারের প্রধান লক্ষ্যই হলো সকলের যোগদান।” তবে বিশেষজ্ঞদের মতে, “নীতীশ কুমারের দলবদলের ব্যাপারটি এখনো স্পষ্ট নয়।”

Sayan Das

সম্পর্কিত খবর