বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর চতুর্থ ঢেউ থেকে কিভাবে দেশকে বাঁচানো যায়জ তা নিয়ে এদিন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু সেই বৈঠক চলাকালীন পেট্রোল-ডিজেলের দাম নিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের এক প্রকার আক্রমণ করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই টুইট করে এই প্রসঙ্গটি তুলে ধরলেন বিজেপি নেতা অমিত মালব্য।
এদিন করোনা সম্পর্কিত বিধিনিষেধ নিয়ে ভারতের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের শুরুতে করোনাকে কিভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বক্তব্য রাখেন তিনি। কিন্তু হঠাৎই পেট্রোল-ডিজেলের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত,দেশে হু-হু করে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এর মাঝে কয়েক মাস পূর্বে কেন্দ্র সরকার দ্বারা পেট্রোলের দাম 5 টাকা এবং ডিজেলের দাম 10 টাকা প্রতি লিটার কমানো হয়। সেই সঙ্গে বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যও তাদের ট্যাক্স হ্রাস করে। তবে মহারাষ্ট্র, কেরল এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য বিরোধী রাজ্যগুলি কর কমানোর প্রসঙ্গে থাকে উদাসীন। আর এদিন সেই উদাসীনতার বিরুদ্ধে সোচ্চার হন মোদী। পেট্রোল ও ডিজেলের উপর কর কমানোর জন্য এ সকল রাজ্যগুলিকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী বলেন, “বিশ্ব বাজারে যেভাবে তেলের দাম ক্রমশ বেড়ে চলেছে, সেজন্য আমাদের দেশেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তা সত্ত্বেও আমাদের সরকার গত নভেম্বর মাসে এ সকল জিনিসের উপর ট্যাক্স হ্রাস করে। সেই সময় রাজ্যগুলিকেও তাদের কর কমানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু বেশ কিছু রাজ্য এখনো তাতে সাড়া দেয়নি।
তিনি আরো বলেন, “আমি কারো সমালোচনা করছি না। কিন্তু কর্ণাটক এবং গুজরাটের মতো রাজ্যগুলি পেট্রোল-ডিজেলের করের ওপর ছাড় দিয়েছে এবং এর ফলে তাদের প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে। কিন্তু তারা এই ক্ষতি স্বীকার করেছে শুধুমাত্র মানুষকে সুরাহা দেওয়ার জন্য। তবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার মত রাজ্যগুলি সেই পথে হাঁটেনি। আমি তাদের কাছে অনুরোধ করছি যাতে তারা এই বিষয়টি ভেবে দেখেন।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই আসরে নামেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি একটি টুইট করে বলেন, “আজ প্রধানমন্ত্রী বিরোধী রাজ্যগুলিকে পেট্রোল-ডিজেলের ওপর কর কমানোর জন্য অনুরোধ করেছেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষের সঙ্কটজনক অবস্থার মধ্যেও বিরোধী রাজ্যগুলি শুধুমাত্র নিজেদের লাভ খুঁজে চলেছে এবং রাজনীতির খেলায় মত্ত রয়েছে।”
In the CM’s meet today, PM spoke about opposition ruled states not reducing taxes on petrol and diesel. They are busy profiteering and playing politics even during the pandemic, while consumer suffers. Here is just a glimpse of how non BJP ruled states are squeezing out citizens. pic.twitter.com/xETjDxncx2
— Amit Malviya (@amitmalviya) April 27, 2022
এরপর তিনি একটি ছবি পোস্ট করেন যেখানে বিভিন্ন রাজ্যের পেট্রোল-ডিজেলের উপর ট্যাক্সের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেই চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে যে, বিজেপি শাসিত রাজ্যগুলি তথা উত্তর প্রদেশ, গুজরাট, অসম এবং উত্তরাখণ্ডের মত রাজ্যগুলি যেখানে প্রতি লিটার পেট্রোল বাবদ 14 থেকে 17 টাকা কর ধার্য করেছে, সেখানে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরালা এবং রাজস্থানের মতো বিরোধী রাজ্যগুলি প্রতি লিটার পেট্রোলে 30 টাকার উপর লাভ করতে ব্যস্ত রয়েছে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য গুলোর তুলনায় যা প্রায় দ্বিগুণ।