রামনবমীতে অশান্তির জের, ইদে একাধিক জায়গায় কার্ফু মধ্যপ্রদেশে! কোমর বেঁধে নামল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : রাম নবমী এবং হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে দাঙ্গার পর এবার ইদের আগেই আগাম সতর্ক হল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সরকার। রাম নবমীতে হিংসার ঘটনার কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের খারগোনে ২ ও ৩ মে কারফিউ জারি করেছে সে রাজ্যের সরকার। এছাড়াও উত্তরপ্রদেশের মিরাটেও নিষিদ্ধ করা হয়েছে জাগরণ। লখনউতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দেশে চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে ২মে বা ৩ মে পালিত হবে ইদ-উল-ফিতর। একই সঙ্গে ৩ মে হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব অক্ষয় তৃতীয়া। এমন অবস্থায় সাম্প্রতিক অতীতে ঘটা হানাহানির কথা মাথায় একই বা পরপর দিনে দুই ধর্মের দুই উৎসব পড়ায় নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর প্রশাসন। শুধু এই দুই রাজ্যই নয়, বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীর সহ আরও বেশ কিছু রাজ্যও।

করোনা পরিস্থিতির কারণে ২ বছর পর রাজ্যে ধুমধাম করে পালিত হবে ইদ উৎসব। এমন পরিস্থিতিতে ইদের নামাজের জন্য উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হিন্দু সংগঠন গুলিকে জাগরণ করতে বাধা দেওয়া হয়েছে মিরাটে। ইদের আগে মুসলিম অধ্যুষিত হাশিমপুরা এলাকায় জাগরণ করার অনুমতি দেওয়া হয়নি পরিকল্পনাকারী হিন্দু সংগঠনগুলিকে।

দেশে একের পর এক অনুষ্ঠানে ঘটে যাওয়া হিংসা এবং হানাহানির ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার যে কোনও রকম ঝুঁকিই নিতে রাজি নয় সরকার তা একপ্রকার স্পষ্ট এহেন একাধিক পদক্ষেপে। সব মিলিয়ে কড়া যে কড়া নিরাপত্তার মধ্যেই পালিত হতে চলেছে ইদ এবং অক্ষয় তৃতীয়া তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর