এবার সমুদ্রেও “রাজ” করবে আদানি গ্রূপ! অধিগৃহিত করা হল সবচেয়ে বড় কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ সফলতার শীর্ষে পৌঁছে যাচ্ছে আদানি গ্রূপ। ইতিমধ্যেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় চতুর্থ নম্বরে উঠে এসেছেন গৌতম আদানি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর সম্পদের পরিমান। এই আবহেই এবার কার্যত সমুদ্রে “রাজ” করতে চলেছে আদানি গ্রূপ। জানা গিয়েছে যে, ইতিমধ্যেই দেশের বৃহত্তম সমুদ্র পরিষেবা সংস্থা ওশান স্পার্কল লিমিটেডকে অধিগ্রহণ করেছে এই গ্রূপ।

মূলত, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) তার সহযোগী প্রতিষ্ঠান আদানি হারবার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণের জন্য একটি নির্দিষ্ট চুক্তিতে প্রবেশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, Ocean Sparkle Limited (OSL) শুরু থেকেই সামুদ্রিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতে প্রথম এবং বিশ্বে একাদশ স্থানে রয়েছে৷

সিইও এই তথ্য জানালেন:
এই প্রসঙ্গে APSEZ-এর সিইও এবং ডিরেক্টর করণ আদানি জানিয়েছেন যে, OSL এবং আদানি হারবার সার্ভিসের সমন্বয়ের কারণে, ব্যবসাটি আরও ভাল মার্জিনের সাথে পাঁচ বছরে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। যা APSEZ-এর শেয়ারহোল্ডারদেরও উপকৃত করবে। এছাড়াও, এই অধিগ্রহণটি APSEZ-কে ভারতের সামুদ্রিক পরিষেবার বাজারের একটি উল্লেখযোগ্য অংশীদারিত্বের পাশাপাশি অন্যান্য দেশেও এই গ্রূপের উপস্থিতি গড়ে তোলার জন্য একটি প্ল্যাটফর্মও দেবে বলে মনে করেছেন তিনি।

মূল্য ১৭০০ কোটি টাকা:
বর্তমানে এই কোম্পানির দ্বারা পরিচালিত প্রধান ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে টাওয়ারেজ, পাইলটেজ এবং ড্রেজিং। উপরন্তু, OSL হল ৯৪ টি মালিকানাধীন জাহাজের “মার্কেট লিডার”। বর্তমানে যার মূল্য ১,৭০০ কোটি টাকা। এছাড়াও, এরমধ্যে কোম্পানির কাছে ৩০০ কোটি টাকার ফ্রি ক্যাশ রয়েছে।

মূলত, কোম্পানির ইতিহাস সম্পর্কে জানাতে গেলে বলতে হয় যে এটি ১৯৯৫ সালে সামুদ্রিক টেকনোক্র্যাটদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এমতাবস্থায়, জানা গেছে যে এই অধিগ্রহণের পরেও, পি জয়রাজ কুমার OSL বোর্ডের চেয়ারম্যান হিসাবে বহাল থাকবেন।

IMG 20210521 143708 1

শক্তিশালী ব্যবসায়িক মডেল:
জানা গিয়েছে, OSL-এর বর্তমান গ্রাহকদের সাথে ৫ থেকে ২০ বছরের চুক্তি রয়েছে। যার মধ্যে গড় চুক্তি ৭ বছরের। এর ফলে আদানি গ্রুপ ভবিষ্যতে অনেক লাভবান হবে। পাশাপাশি, চুক্তিগুলি টেক বা পে (TOPA)-র ভিত্তিতে হয়, যা OSL-এর ব্যবসায়িক মডেলকে শক্তিশালী করে। এছাড়াও, কোম্পানিটি ভারতে সমস্ত বড় বন্দরের পাশাপাশি ১৫ টি ছোট বন্দর এবং সমস্ত থ্রি এলএনজি টার্মিনালে উপস্থিত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর