ঈদের জন্য সোনারপুরে তৈরি করা হয়েছিল ‘বুর্জ খালিফা”, এক ঝড়েই ভেঙে পড়ল হুরমুরিয়ে

বাংলা হান্ট ডেস্কঃ প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়ল বুর্জ খালিফা। বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি ছিলো যে, নিজের ভীত ধরে রাখতে পারলোনা বিখ্যাত এই সৌধ। অবাক লাগলেও এহেন ঘটনাটি বাস্তবে ঘটেছে। তবে দুবাইয়ের নয় বরং এই বুর্জ খালিফাটি খোদ বাংলার বুকে গড়ে উঠেছিলো। আসলে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে ঈদ উপলক্ষ্যে বুর্জ খালিফার আদলে তৈরি করা হয় একটি মণ্ডপ। আর গতকাল বৃষ্টি নামতেই ভেঙে পড়ে সেটি।

আগামী পরশু দিন ঈদ উপলক্ষ্যে সোনারপুর নামক এলাকায় বুর্জ খালিফার আদলে তৈরি করা হয় একটি মণ্ডপ। বাঁশ, ফ্লাই এবং কাপড় দিয়ে তৈরি করা হয় এটি। স্বভাবতই, গত কয়েকদিন ধরে এই স্থানে ভিড় ছিল চোখে পড়ার মত। কিন্তু গতকাল দীর্ঘদিন পর মরসুমের প্রথম কালবৈশাখী নেমে আসে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। সঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হয়।

জানা যায়, গতকাল 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামতেই ঘটে বিপর্যয়। বাঁশের তৈরি এই বুর্জ খালিফা হঠাৎ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তবে বৃষ্টি থামতেই মণ্ডপ সারাতে আসরে নেমে পরে সকল এলাকাবাসী।

প্রসঙ্গত, গতকাল মরসুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী থাকে কলকাতাবাসী। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত নেমে আসে। ঝড় বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত কলকাতা সহ বাংলার একাধিক জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি চলবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর