সফল না হওয়া পর্যন্ত, বাড়ি ঢুকব না বলেছিলেন পুলিশকর্মীর ছেলে! আজ MI-র হয়ে কাঁপাতে চলেছেন মাঠ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বছরগুলির তুলনায় আরো বেশি উন্মাদনা ও আকর্ষণীয়তা মাঝে শুরু হয়েছে এছরের আইপিএল। আটের বদলে দশটি টিম নিয়ে প্রতিযোগিতার আয়োজন তুলে সকলকেই চমক দিয়েছে বিসিসিআই। তবে সবকিছুকেই ছাপিয়ে বর্তমানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স টিম। জয়ের জন্য নয়, বরং ধারাবাহিক ভাবে আট ম্যাচ হারের পর প্রশ্নের মুখে উঠে যায় রোহিত শর্মার ক্যাপ্টেন্সি। তবে বর্তমানে শেষ তথা নবম ম্যাচ জয়লাভ এবং দলে এক নতুন বোলারের আবির্ভাবে চনমনে হয়ে উঠেছে আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন এই দল। দলে অন্তর্ভুক্তি ঘটানো এই বোলারকে কি চেনেন?

আইপিএল এমন এক প্রতিযোগিতা যা প্রতি বছরই সুযোগ দিয়ে চলেছে দেশের একাধিক প্রতিভাকে। আইপিএলে খেলার মাধ্যমে অতীতেও দেশের হয়ে খেলার স্বপ্ন সফল হয়েছে বহু খেলোয়াড়-এর। আর এবার সেই স্বপ্ন যাত্রায় সামিল হলেন উত্তরপ্রদেশের এক অনামী যুবক। নাম কুমার কার্তিকেয় সিংহ। ছোট বয়স থেকে শুরু করে কুমারের বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশের ঝাঁসি থানায় পুলিশ সিপাহীর পদে কর্মরত কুমারের পিতা শ্যামনাথ সিংহ। স্বভাবতই, ছেলের সাফল্যের এই খবর পেয়ে উচ্ছ্বসিত গোটা পরিবার। ইতিমধ্যেই এলাকাবাসী থেকে থানার সকলেই কুমারের বাড়িতে ভিড় জমানো শুরু করেছে বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে খবর, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল কুমারের। একদিন বিশ্ব ক্রিকেটের নিজের নাম প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখত সে আর এবার মুম্বই ইন্ডিয়ান্স এর খেলার সুযোগ তার সেই স্বপ্নের পথে তাকে আরও অগ্রসর করল। এমনকি, একসময় পরিবারের উদ্দেশ্যে সে জানায়, “যতদিন না আমি সাফল্য পাচ্ছি, ততদিন ঘরে ঢুকবো না।” জানা গিয়েছে, মোহাম্মদ আরশাদ খান নামের এক খেলোয়াড় চোটের ফলে দল থেকে ছিটকে যাযওয়ার কারণেই তার জায়গায় বর্তমানে 20 লাখ টাকা দিয়ে কেনা কুমারকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করলো মুম্বই।

দীর্ঘ নয় বছর ধরে স্ট্রাগলের মাধ্যমে নিজেকে তিলে তিলে গড়ে তোলা কুমার কার্তিকেয় সিংহের পরিসংখ্যান বেশ নজরকাড়া। অতীতে 19টি লিস্ট এ, 9টি ফাস্ট ক্লাস এবং 8টি টোয়েন্টি ম্যাচ খেলে কুমার। যেখানে দলের হয়ে যথাক্রমে 35, 18 এবং 9 টি উইকেট নিজের দখলে করে নেয় সে। বর্তমানে মুম্বই দলে যোগ দেওয়ার পর তার ভবিষ্যৎ কি হতে চলেছে, সে দিকেই তাকিয়ে ক্রিকেটফ্যানেরা।

Sayan Das

সম্পর্কিত খবর