ক‍্যামেরার সামনেই পোশাক বেসামাল! চরম লজ্জার হাত থেকে কিয়ারাকে বাঁচালেন কার্তিক

বাংলাহান্ট ডেস্ক: সিনেমা হিট হোক বা ফ্লপ, অনুরাগীদের মনে পাকাপাকি ভাবে জায়গা বানিয়ে ফেলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এমনিতেই তাঁর মিষ্টি হাসিতে কুপোকাত মহিলা ভক্তরা। এবার ততোধিক মিষ্টি আচরণ দিয়ে ফের সবার মন জিতে নিলেন অভিনেতা। কিয়ারা আডবানীকে (Kiara Advani) লজ্জার হাত থেকে বাঁচালেন তিনি।

আগামী ছবি ‘ভুলভুলাইয়া ২’ এর প্রচারে ব‍্যস্ত সিদ্ধার্থ কিয়ারা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছেন নায়ক নায়িকা। সম্প্রতি এমনি একটি অনুষ্ঠানে গিয়ে পোশাক বিভ্রাটের মুখে পড়েন কিয়ারা। বড়সড় অঘটন ঘটে যেতে পারত। কিন্তু রক্ষায় এগিয়ে আসেন কার্তিক।

IMG 20220502 203411
এদিন একটি ছোট্ট লাল পোশাকে সেজে এসেছিলেন কিয়ারা। সামলে সুমলে বসেছিলেন ঠিকই। কিন্তু উঠে দাঁড়ানোর সময়েই হয় বিপত্তি। সামনে হাজারো ক‍্যামেরার ঝলকানি। একটু এদিক ওদিক হলেই ঝলসে উঠবে ফ্ল‍্যাশ। গসিপের সুযোগ তো কেউই ছেড়ে দেয় না তাই না?

তাই পাশে বসা কার্তিকের কাছেই সাহায‍্য চান কিয়ারা। সঙ্গে সঙ্গে উঠে এসে অভিনেত্রীর সামনে আড়াল হয়ে দাঁড়ান তিনি। কিয়ারাও চট করে উঠে পোশাক ঠিকঠাক করে নিলে আবার পাশে সরে যান কার্তিক। ভিডিওটি ভাইরাল হতেই অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।

অনেকের আবার মনে পড়ে গিয়েছে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের কথা। কৃতি সাননের সঙ্গে ছবির প্রচারের সময় তিনিও আড়াল হয়ে দাঁড়িয়ে বিপত্তির হাত থেকে বাঁচিয়েছিলেন অভিনেত্রীকে। ভিডিওর জেরে অনেকেই এখন মিস করছেন সুশান্তকে

https://www.instagram.com/reel/CdAu1t7lbOJ/?igshid=YmMyMTA2M2Y=

ভুলভুলাইয়ার সিক‍্যুয়েলে অক্ষয় কুমারের বদলে এসেছেন কার্তিক। রয়েছে নতুন মঞ্জুলিকা। বিদ‍্যা বালানের জুতোতে পা গলিয়েছেন কিয়ারা আডবানী। ১৫ বছর পর আবারো ফিরেছে মঞ্জুলিকা, কণ্ঠে ‘আমি যে তোমার’। কিন্তু রুহান ওরফে কার্তিক মঞ্জুলিকার মুখোমুখি হতে একেবারেই রাজি নয়। ট্রেলারে ফিরেছে রাজপাল যাদবের ছোটা পণ্ডিত চরিত্রটি। রহস‍্যময়ী চরিত্রে রয়েছেন তব্বুও।

সিক‍্যুয়েল ছবির পরিচালনা করেছেন আনিস বাজমি। তবে ট্রেলার দেখে নেটিজেনরা খুব একটা প্রসন্ন নন। অনেকেরই দাবি, প্রথম অংশের মতো ভাল হয়নি সিক‍্যুয়েলটি। বিশেষ করে অক্ষয় বিদ‍্যার জুটির অভাবটা মেটাতে পারেননি কার্তিক কিয়ারা। আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ভুলভুলাইয়া ২।

Niranjana Nag

সম্পর্কিত খবর