মায়ের পা ধুয়ে শপথ নিচ্ছে সন্তানরা, পশ্চিমবঙ্গের স্কুল থেকে উঠে এল মন ভালো করা দৃশ্য! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকের কাছেই তাঁদের “মা” হলেন সবচেয়ে দামি সম্পদ। জীবনের সূচনালগ্ন থেকেই মায়ের পরম স্নেহে এবং যত্নে পূর্ণতা পায় সন্তানেরা। পাশাপাশি, সন্তানদের দেখভাল ছাড়াও, তাঁরা একাহাতে সামলে নেন সমস্ত সংসারও। এক কথায়, “মা” ছাড়া কার্যত অচল হয়ে যায় সবকিছুই।

এমতাবস্থায়, মায়েদের প্রতি সম্মান এবং তাঁদের লড়াকু মানসিকতাকে কুর্ণিশ জানিয়ে প্রতি বছরই মহাসমারোহে পালিত হয়ে “বিশ্ব মাতৃ দিবস”। চলতি বছরেও গত ৮ মে বিশ্বজুড়ে পালিত হয়েছে এই দিন। সমস্ত মা-কে উদ্দেশ্য করেই কার্যত এই বিশেষ দিনটি পালন করে থাকে সন্তানেরা।

তবে, এই আবহেই এবার একটি মন ভালো করা দৃশ্য সামনে এসেছে। যেখানে এক্কেবারে ছোট থেকেই মা-বাবার প্রতি ভক্তি এবং সঠিক আচার-আচরণের পন্থা শিখছে খুদেরা। শুধু তাই নয়, মাতৃ দিবস উপলক্ষ্যে পরম ভক্তিতে মায়ের পা ধুইয়ে দিয়ে প্রণাম করতেও দেখা গেল একদল পড়ুয়াকে। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যা দেখে এক অদ্ভুত শান্তি অনুভব করেছেন সকলেই।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সকলেই নেটমাধ্যমে সময় কাটাতে ভালোবাসি। পাশাপাশি, সেখানে ভাইরাল হওয়া ভিডিওগুলিও মনোরঞ্জনের জন্য দেখি আমরা। তবে সেই সব ভিডিওর মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যেগুলি দেখে কার্যত মন ভালো হয়ে যায় সবার। এমনকি ওই ভিডিওগুলি নতুন করে ভাবতেও শেখায় সকলকেই। বর্তমান ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। এমনকি মা এবং সন্তানের এই চিরকালীন সম্পর্কের ভিডিওটি তুমুল ভাইরালও হয়েছে নেটমাধ্যমে।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি স্কুলের প্রাঙ্গনেই মাঠের মধ্যে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের মা-দেরকে। পাশাপাশি, স্কুলের পড়ুয়ারাও পরম আদরে নিজেদের মায়ের পা ধুইয়ে দিয়ে তারপর কাপড় দিয়ে তা মুছে মাথা ঠুকে প্রণাম করে আশীর্বাদ নেয় মায়ের কাছ থেকে। শুধু তাই নয়, এরপরেই স্কুলের শিক্ষকদের কাছ থেকে শপথও গ্রহণ করে ওই খুদে পড়ুয়ারা।

যেই শপথে বলা হয় যে, তাঁরা সারাজীবন মা-বাবার প্রতি যত্নশীল থাকবে। আর এই মন ভালো করা ভিডিওটিই বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, এই ভিডিওটি আমাদেরই রাজ্যের জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ির একটি স্কুলের। সেখানেই “মাদার্স ডে”-র আবহে এই অভিনব উদ্যোগ নেওয়া হয় পড়ুয়াদের তরফে।

ইতিমধ্যেই ভিডিওটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর্শক সংখ্যা এবং শেয়ার। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। এদিকে, ওই খুদে পড়ুয়াদের নিজেদের মায়ের প্রতি এই অভিনব উদ্যোগ দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। এমনকি নিজেদের প্রতিক্রিয়াও জানাতে থাকেন তাঁরা। তবে, এই ভিডিওটি যে খুব সহজেই সকলের মন জিতে নিয়েছে তা একবাক্যে মেনে নিয়েছেন সবাই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর