মমতার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ! ‘কবিতা বিতান’ ঘিরে বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : আবারও মমতার বিরুদ্ধে রণংদেহি শুভেন্দু! এবার মমতার লেখা বই প্রসঙ্গে রীতিমতো অঙ্ক কষে এক হাত নিলেন তিনি। এদিন স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

কিন্তু কী লেখাছিল সেই ফেসবুক পোস্টে? এদিন এই ফেসবুক পোস্টটিতে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আসুন একটু অঙ্ক করা যাক। ২৪৮০×১০ = ২৪৮০০, ২৪৮০০× ১২০০ = ২৯৭৬০০০০ (দু কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার )। এই সংখ্যাটির ১০% কত ? ২৯৭৬০০০০× ১০% = ২৯৭৬০০০ ( উনত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার )। ব্যস , অঙ্ক ক্লাস শেষ। নিশ্চয় ভাবছেন এই লোকটার মাথায় সমস্যা দেখা দিয়েছে , নয়ত খামোকা সক্কাল সক্কাল এই সামান্য পাটিগণিত নিয়ে ভ্যাজর ভ্যাজর করছে কেন ?’

এরপর তিনি আরও লেখেন, ‘এবার বন্ধুরা , সংখ্যা গুলির একটু পরিচয় বুঝে নিন। ২৪৮৯ হল পশ্চিমবঙ্গের গ্রন্থাগারের সংখ্যা। ১০ হল প্রতিটি গ্রন্থাগারের কেনা কোনও পুরস্কার প্রাপ্ত বইয়ের ন্যুনতম সংখ্যা। ১২০০ হল পুরস্কার প্রাপ্ত বইটির প্রতি কপির মূল্য। ১০% ক্রয় মূল্যের ওপর লেখকের প্রাপ্ত রয়ালিটি। ২৯৭৬০০০ টি হল গ্রন্থাগারের কেনা বই থেকে লেখকের প্রাপ্ত রয়ালিটি বাবদ মোট অর্থ। একদম আইনি ভাবে অর্জিত সাদা টাকা।’

এই হিসেব দেওয়ার পরই রীতিমতো খড়গহস্ত হয়ে ওঠেন বিরোধী দলনেতা। এবার তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘কবিতার নামে একগুচ্ছ প্রলাপ লিখে , সেটাকে ( একাডেমি রিট্রিভারশিপ) পুরস্কার দিয়ে , গ্রন্থাগার কে দিয়ে আপনার টাকায় কিনিয়ে সাদা টাকা উপার্জন করা হল আপনার চোখের সামনে। যে বইটি আপনি কেনা তো দূরের কথা , ছুঁয়েও দেখবেন না। এই টাকাটা আপনার আমার ট্যাক্সের টাকা থেকে এসেছে , যেহেতু গ্রন্থাগার সরকারি টাকায় বই কেনে। বোকা বনে গেলেন তো ? তবে দুঃখের কিছু নেই নতুন করে , বোকা তো গত দশ বছর ধরেই বনে চলেছেন।’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বিতান বইটির প্রকাশনা সংস্থাকেও বিঁধতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, ‘ বইটির প্রকাশক বুকটুক, দে’জ পাবলিশিং এর সিস্টার কনসার্ন । দে’জ এর কর্নধার আবার বাংলা একাডেমির সদস্য।ডিগ ডিগা ডিগ খেলা হবে , খেলা হচ্ছে। খেলা দেখুন বঙ্গ বাসী।’ বলাই বাহুল্য এহেন ঘোরতর অভিযোগের প্রেক্ষিতে কোনও রকম প্রতিক্রিয়াই এখনও পাওয়া যায়নি তৃণমূলের তরফে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর