পাকিস্তানি গায়কের গান চুরি করেছেন করন? অভিযোগের উত্তরে সাফাই দিল টি সিরিজ

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগেই বিপদের খাঁড়া ঝুলছে করন জোহর (Karan Johar) প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিও’র (Jug Jugg Jeeyo) কপালে। ট্রেলার দেখেই করনের বিরুদ্ধে গান চুরি করার অভিযোগ এনেছেন এক পাকিস্তানি গায়ক। আইনি ব‍্যবস্থা নেবেন বলেও শাসিয়েছেন তিনি। এরপরেই বিশেষ বিবৃতি প্রকাশ করল মিউজিক সংস্থা টি সিরিজ (T Series)।

আবরার উল হক নামে ওই পাক গায়ক দাবি করেছেন, যুগ যুগ জিও ছবির ‘নাচ পঞ্জাবন’ গানটি আসলে তাঁর। করন সেটা চুরি করে নিজের ছবিতে ব‍্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানি গায়ক। শুধু এ বারেই নয়। তাঁর অভিযোগ, ছয় বার তাঁর গান চুরি করে নিজের ছবিতে কাজে লাগিয়েছেন করন।

IMG 20220524 004731
তিনি দাবি করেছেন, কোনো ভারতীয় ছবিকে তাঁর গান বিক্রি করেননি তিনি। করন জোহরের মতো পরিচালকরা গান নকল করে ব‍্যবহার করছেন নিজেদের ছবিতে। এর বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও শাসিয়েছিলেন পাক গায়ক।

এরপরেই মুখ খোলে মুভি বক্স এবং টি সিরিজ। এই দুই সংস্থার কাছেই গানটির রেকর্ড লেবেল রয়েছে। মুভি বক্সের তরফে পালটা টুইটে লেখা হয়েছে, গানটি ছবিতে ব‍্যবহার করার লাইসেন্স রয়েছে। করন ও তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সমস্ত আইনি অধিকার রয়েছে গানটি ব‍্যবহার করার। পাক গায়কের দাবি মানহানিকর বলেও অভিযোগ করেছে মুভি বক্স।

যদিও এই বিবৃতিতে থামেননি পাকিস্তানি গায়ক। আবারো আইনি ব‍্যবস্থা নেওয়ার হুমকি দিতে বিবৃতি প্রকাশ করে টি সিরিজ। সেই বিবৃতি অনুযায়ী, নাচ পঞ্জাবন গানটি আসলে একই নামের একটি অ্যালবামের‌, যা ২০০২ সালে iTunes এ প্রকাশিত হয়েছিল। মুভি বক্স রেকর্ড লেবেলের ইউটিউব চ‍্যানেল ললিউড ক্লাসিকসেও গানটি রয়েছে।

সেই গান যুগ যুগ জিও ছবিতে ব‍্যবহার করার জন‍্য সমস্ত আইনি অনুমতি রয়েছে টি সিরিজের। গান মুক্তি পাওয়ার সময়ে সকলকে কৃতিত্ব দেওয়া হবে। বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই গানের স্বত্ব মুভি বক্সের থেকে কেনা। অন‍্য কোনো গায়কের কাছেই এই গানের স্বত্ব নেই। তবে এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি করন জোহর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর