মাত্র ১৩০০ টাকা জমা করে পেয়ে যান ৬৩ লক্ষ, গ্রাহকদের জন্য বাম্পার স্কিম LIC-র

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে মুশকিল সময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। সেই রকম এক উপকারি বন্ধুর মতোই এক দারুণ স্কিম এনেছে এলআইসি (Life Insurance Corporation of India)। এটি এমন একটি স্কিম যার মাধ্যমে ব্যক্তি তাঁর নিজের এবং পরিবারের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারে। আজ আপনাদের এলআইসির এমন এক পলিসির ব্যাপারে বলব যার সাহায্যে আপনারা মাত্র ১৩০২ টাকার মাসিক কিস্তিতে ৬৩ লাখ টাকা পেতে পারেন।

৩ মাসের শিশু থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিও এই স্কিমের সুবিধা নিতে পারে। এই স্কিমে সবচেয়ে সুবিধার বিষয় হলো, কোনও ব্যক্তি যদি নির্দিষ্ট সময় সীমার আগেই সমস্ত কিস্তি মিটিয়ে দেয় তাহলে তাঁকে নূন্যতম টাকাই দিতে হবে।

এই দারুণ সুবিধা পেতে হলে আপনাকে মাসে জমা করতে হবে মাত্র টাকা ১৩০২। যদি আপনি সারা বছর এভাবেই টাকা জমা করতে থাকেন তাহলে বছরের শেষে মোট ১৫৬২৪ টাকা জমা হবে। ৩০ বছর যদি এভাবেই জমা করেন তাহলে আপনার জমা করা মোট রাশি হবে ৪৬৮৭২০ টাকা। হিসাব করে দেখলে বলা যায় জমা করা রাশির প্রায় ৭০ গুন লাভ করতে পারবেন আপনি।

Untitled design 35 1

কোনও ব্যক্তির বয়স যদি ১০১ বছর হয় তাহলে তিনি মোট ৬২.৯৫ লাখ টাকার সুবিধা পাবেন। তাহলে আর দেরি কিসের। এখুনি এলআইসির এই দুর্দান্ত স্কিমে নিজের নাম তালিকাভুক্ত করুন এবং এই এই দারুণ সুবিধা উপভোগ করুন।

Sudipto

সম্পর্কিত খবর