অসমে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা, এনকাউন্টারে চরম পরিণতি ধর্ষকের

বাংলাহান্ট ডেস্ক : গর্হিত অপরাধের চরম শাস্তি পেল ধর্ষক। অসম পুলিশের চালানো গুলিতে ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত আহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশি হেফাজত থেকে সে পালানোর চেষ্টা করেছিল। এরপরই এনকাউন্টার করে পুলিশ। এই এনকাউন্টারে পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষককে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আসামের কোকড়াঝাড়ের ধোলামারা-রানীপুর চা বাগান এলাকার। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম আখরুদ্দিন ইসলাম। কয়েকদিন আগেই এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তদন্তের স্বার্থে তাকে নিয়ে ধোলামারা-রানীপুর চা বাগান এলাকায় গিয়েছিল পুলিশ। সেই সময় আখরুদ্দিন পুলিশের রিভলবার ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে বলে খবর। তারপরই তাকে আটকাতে গুলি চালায় পুলিশও।

পুলিশ জানিয়েছে, গুলি চালানো ছাড়া কোনও উপায় ছিল। এই ঘটনায় অসম জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের চালানো গুলি লাগে আখরুদ্দিনের পায়ে। পরে তাকে উদ্ধার করে কোকড়াঝাড়ের রূপনাথ ব্রহ্ম হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে সেই হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছে সে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর