‘সন্ধ্যা ৭টার পর কাজ নয়, দিতেই হবে ক্যাব’, কর্মরতা মহিলাদের জন্য বড় ঘোষণা যোগী সরকারের

বাংলাহান্ট ডেস্ক : মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবার বড়সড় পদক্ষেপ নিল যোগী সরকার। মহিলাদের রাতে কাজ করতে বাধ্য করা যাবে না, কাজ করতেই হলে মহিলা কর্মচারীদের থেকে নিতে হবে লিখিত সম্মতিপত্র নয়া নিয়ম জারি করে এমনটাই সাফ জানিয়ে দিল উত্তর প্রদেশ সরকার।

বারবারই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশের নারী নিরাপত্তা। একাধিক সমীক্ষার তথ্য অনুযায়ী দেশের মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ রাজ্যগুলির মধ্যে একটি হল উত্তরপ্রদেশ। এবার সেই যোগী রাজ্যেই কর্মরতা মহিলারের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল সরকার।

উত্তরপ্রদেশে জারি করা এই নয়া নিয়মে বলা হয়েছে, মহিলা কর্মীদের সন্ধ্যে ৭টা থেকে ভোর ৬টার মধ্যে কাজ করতে বাধ্য করা যাবে না। যদি কাজ করতেই হয় তাহলে সেই মহিলা কর্মীর কাছ থেকে লিখিত সম্মতিপত্র অবশ্যই নিতে হবে সংস্থাকে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রতিটি অফিসকে মেনে চলতে হবে এই নিয়ম। কোনও মহিলা ৭টার পর কাজ করতে অস্বীকার করলে কোনও মতেই তাঁকে বাধ্য করতে পারবে না সংস্থা। এমনকি বরখাস্তও করা যাবে না চাকরি থেকে। এই নিয়ম না মানা হলে বিপুল পরিমাণ জরিমানা এমনকি জেলও হতে পারে ওই সংস্থার কর্মকর্তাদের।

এখানেই শেষ নয়, সরকার আরও জানিয়েছে যে অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গেই অফিস থেকে কাজ করা মহিলাদের জন্য বিনামূল্যে ক্যাব পরিষেবা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘লিখিত সম্মতি দেওয়ার পর মহিলারা সন্ধ্যে ৭ টা থেকে ভোর ৬টার মধ্যে কাজ করতেই পারেন। সেটা বাড়ি থেকেই হোক বা অফিস থেকে। যদি মহিলা কর্মচারী অফিসে গিয়ে কাজ করে থাকেন তাহলে তাঁকে বিনামূল্যে ক্যাব পরিষেবা দিতেই হবে সংস্থাকে।’

অন্যান্য নিয়ম গুলির মধ্যে বলা হয়েছে, প্রতিটি সংস্থাকে রাতের শিফটে কাজ করা মহিলা কর্মচারীদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অফিসে মহিলাদের জন্য বাথরুম এবং চেঞ্জিং রুম থাকা আবশ্যক। একজন মহিলাকে রাতের শিফটে কাজ করতে একমাত্র তখনই বলা যাবে যখন সেই শিফটে তিনি ছাড়াও অন্তত আরও চারজন মহিলা রয়েছেন। কর্মক্ষেত্রে নারীদের হয়রানি রুখতে একটি বিশেষ কমিটি তৈরির নির্দেশও দেওয়া হয়েছে প্রতিটি সংস্থাকে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর