আসল-নকল ধরতেই পারবেন না! অমিতাভ বচ্চনের এই ‘যমজ’ কাঁপাচ্ছে সোশ‍্যাল মিডিয়া

বাংলাহান্ট ডেস্ক: তারকাদের মতো কে না হতে চায়? তাদের স্টাইল, জীবনযাত্রার ধরন মায় ব‍্যাঙ্ক ব‍্যালেন্সটা পর্যন্ত নকল (Lookalike) করার ইচ্ছা তো অনেকের মনেই থাকে। কেউ কেউ নিজর হাবভাব, চলন বলন বদলে চেষ্টা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খান, সলমন খানের ‘মতো’ হয়ে ওঠার। আবার অনেকে বিনা পরিশ্রমেই পেয়ে যান তারকাদের মতো লুকস।

বলিউডের খান, বচ্চনদের ‘যমজ’ মানুষদের অভাব নেই। তারকাদের প্রতি নিবেদিত প্রাণ হয় তাঁরা। অবিকল বিগ বি বা কিং খানের মতো স্টাইলের জোরে নিজেরাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে সম্প্রতি এমন এক ব‍্যক্তির দেখা মিলেছে নেটপাড়ায় যার ধারেকাছেও ঘেঁষতে পারবে না অন‍্য ‘নকল’রা।

PicsArt 05 30 06.42.16 scaled
সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অমিতাভের ‘যমজ’ এর ছবি। যদিও তাঁকে দেখার পর নেটিজেনরাই ধন্দে পড়েছেন, আসলে নকলটা কে? ভাইরাল ব‍্যক্তির নাম শশীকান্ত পেড়ওয়াল (Shashikant Pedwal)। তিনি পুনের বাসিন্দা, পেশায় একজন অধ‍্যাপক। কিন্তু গোমড়ামুখো অধ‍্যাপক তিনি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি একবার ঘুরে এলেই তা বুঝতে পারবেন।

https://www.instagram.com/reel/Cd5lNQjpjyf/?igshid=YmMyMTA2M2Y=

রিল ভিডিওতে ভরা তাঁর সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জগিংয়ের পোশাক পরে পার্কে হাঁটছেন অধ‍্যাপক শশীকান্ত। যদিও এক ঝলকে তাঁকে দেখে সিংহভাগ মানুষ বিগ বি বলেই ভুল করেছেন।

https://www.instagram.com/reel/Cd12Ys-ISRJ/?igshid=YmMyMTA2M2Y=

এই ভিডিওটি দেখে শশীকান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলুন। সেখানে রিল ভিডিওতে ভর্তি। অমিতাভের মতো সাজপোশাক পরে একের পর এক ভিডিও বানিয়েছেন তিনি। শাহেনশার সঙ্গে অদ্ভূত সাদৃশ‍্য তাঁর। তাঁর এক একটি ভিডিওতে ভিউ ছুঁয়েছে প্রায় এক লক্ষ। বিগ বির সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছেন শশীকান্ত।

তাঁর ভিডিও দেখে অবাক নেটিজেনরাও। কেউ লিখেছেন, ‘শশীকান্তকে বিগ বির থেকেও বেশি বিগ বির মতো লাগছে’। আরেকজন লিখেছেন, ‘প্রথমে তো অমিতাভই ভেবেছিলাম। দারুন পারফরম‍্যান্স!’ গত এক দশক ধরে অমিতাভকে নকল করে আসছেন শশীকান্ত। ৪ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাগ্রামে।

Niranjana Nag

সম্পর্কিত খবর