বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রীড়া জগতে যে দ্বৈরথগুলি প্রত্যক্ষ করার জন্য মানুষ মুখিয়ে থাকেন তার মধ্যে সেরাগুলির তালিকায় থাকবে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বৈরথ। দুই দেশের মধ্যে আয়োজিত প্রতিটি ক্রিকেট ম্যাচের দিকেই লক্ষ্য থাকে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। সম্প্রতি ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর উঠে এসেছে। জানা গিয়েছে যে ৩১শে জুলাই, কমনওয়েলথ গেমসে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ ফের দেখা যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেই প্রতিযোগিতার জন্য পাকিস্তানের মহিলা দল ঘোষণা করে দিয়েছে।
জুলাইয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসে ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের দ্বৈরথ দেখা যাবে। এর আগে, প্রস্তুতির লক্ষ্যেই পাকিস্তান মহিলা দল ১৬ থেকে ২৪শে জুলাই অবধি বেলফাস্টে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। দুটি প্রতিযোগিতার কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনজন রিজার্ভ খেলোয়াড়সহ মোট ১৮ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন।
পাকিস্তান মহিলা ক্রিকেটার স্কোয়াড:
বিসমাহ মারুফ (অধিনায়ক), আমেন আনোয়ার, আলিয়া রিয়াজ, আনাম আমিন, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, ফাতিমা সানা, গুল ফিরোজা (উইকেটরক্ষক), ইরাম জাভেদ, কাইনাত ইমতিয়াজ, মুনিবা আলী সিদ্দিকী (উইকেটরক্ষক), নিদা দার, ওমাইমা সোহেল, সাদিয়া ইকবাল ও তুবা হাসান।
আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২৯ শে জুলাই নিজেদের অভিযান আরম্ভ করবে। ভারতের প্রথম ম্যাচ ২৯শে জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের পর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচটি হবে ৩১ জুলাই। তারপর ভারত ৩রা আগস্ট বার্বাডোজের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচটা খেলবে।