বাংলা হান্ট ডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরে সারা বছর ধরে পর্যটকের সমাগম থাকে চোখে পড়ার মতো। দেশ এবং বিদেশ থেকে বহু পর্যটক এখানে পুজো দিতে আসেন। বাঙালি পর্যটকদের কাছেও এই মন্দিরের মাহাত্ম্য অনেকাংশে বেশি। তবে সেখানে দর্শন করতে গিয়েই শেষ পর্যন্ত জেলে হাজতবাস করতে হলো বাংলার তিন পর্যটককে। কিন্তু এই ঘটনার নেপথ্যে কারণ কি? কেনই বা তাদের গ্রেফতার করা হলো?
অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতদের ওপর হামলা চালায় ওই তিন পর্যটক। শুধু তাই নয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার পাশাপাশি বলপূর্বক মন্দিরের ভেতর প্রবেশ করার চেষ্টা করে তারা এবং সেই কারণেই বর্তমানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, জগন্নাথ মন্দিরের ভিতর বেআইনিভাবে প্রবেশ করার জন্য চেষ্টা চালায় ঐ তিন বাঙালি পর্যটক। তবে মন্দিরে প্রবেশের মুখে তাদের বাধা দিয়ে বসে সেখানকার দুই সেবায়েত চন্দন খুঁটিয়া এবং শ্যামসুন্দর মিশ্র নামে দুই ব্যক্তি। এরপরেই বাধে বিপত্তি! আচমকা বাধা পাওয়ার কারণে তাদের সঙ্গে বাদানুবাদ লেগে যায় অভিযুক্তদের এবং এর পরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে, কথা কাটাকাটি থেকে শুরু করে তা মুহূর্তের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়।
জানা গিয়েছে, পরবর্তীতে স্বর্গদ্বার পুলিশের কাছে ওই তিন বাঙালি পর্যটকের বিরুদ্ধে মামলা দায়ের করে চন্দন খুটিয়া এবং শ্যামসুন্দর মিশ্র। বর্তমানে অভিযোগ পেয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং শেষপর্যন্ত জেল হেফাজতেই ঠাঁই হয় তাদের।