মদ-অবসাদে শেষ হয়ে যেতে বসেছিল কেরিয়ার, কঠিন সময়ে ববিকে নতুন জীবন দেন সলমন খান

বাংলাহান্ট ডেস্ক: যতই বদমেজাজি হন না কেন, সলমন খানের (Salman Khan) হৃদয় যে সোনা দিয়ে বাঁধানো তা স্বীকার করেন অনেকেই। সময়ে অসময়ে ইন্ডাস্ট্রির বহু তারকাকে তিনি সাহায‍্য করেছেন বিভিন্ন ভাবে। এই তালিকায় রয়েছেন ববি দেওলও (Bobby Deol)। কেরিয়ার যখন তাঁর ডুবতে বসেছিল, ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়া থেকে ববিকে রক্ষা করেছিলেন ভাইজান।

সলমনের ‘রেস থ্রি’ ছবিটি নিয়ে খিল্লি কম হয়নি দর্শক মহলে। কিন্তু এই ছবিই নব জীবন দিয়েছিল ববিকে। সে সময়ে চরম দুর্দশার মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। ধর্মেন্দ্রর ছেলে হয়েও কেরিয়ার শেষ হতে বসেছিল। তখনি দেবদূত হয়ে এসেছিলেন সলমন। ববিকে নিজের ছবিতে অভিনয়ের সুযোগ দিয়ে নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন ভাইজান।

bobbydeolpraisessalmankhan11649678382
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে ববি বলেছিলেন, “সলমন খান একজন দারুন মানুষ। ওঁর হৃদয় সত‍্যিই খুব বড়। শুধু আমার জন‍্য নয়, উনি সত‍্যিই কারোর কথা ভাবলে, তার সাহায‍্যের জন‍্য নিজের সবটুকু দিয়ে দেন। আমি ভাগ‍্যবান যে ওঁর কিছু প্রিয় মানুষদের মধ‍্যে একজন হতে পেরেছি। আর আমি যে শরীরচর্চা শুরু করতে পেরেছি এর জন‍্য ওঁকেই ধন‍্যবাদ দেব। আমার বাবা, দাদা নিয়ম করে শরীরচর্চা করেন‌। কিন্তু আমি কখনোই করিনি।”

ববি বলেন, “সলমন আমাকে রেস থ্রি তে সুযোগ দিয়েছিলেন। আর তারপর থেকেই আমার কেরিয়ারের নতুন সূচনা হয়। অনেক মানুষ অনেকদিন পর আমাকে দেখেছিলেন। তরুণ প্রজন্ম আমাকে দেখেনি। আর সলমন ভাইয়ের ছবি আসলে সবাই সেটা দেখতে যায়। তারপর আমি হাউজফুল ৩ তেও একটি চরিত্রে অভিনয় করেছিলাম।”

রেস থ্রি, হাউসফুল ৩, আশ্রমের মতো ছবি ও ওয়েব সিরিজ নতুন পরিচিতি এনে দিয়েছে ববিকে। একসময় অভিনেতার কাছে কোনো কাজ ছিল না। দিনের পর দিন বাড়িতেই থাকতেন তিনি। বাবাকে এমন বেকার অবস্থায় দেখে ছেলের মনে কি প্রভাব পড়বে তা নিয়েও চিন্তিত ছিলেন তিনি।

জানা যায়, অবসাদে ভুগতে ভুগতে একসময় মদ‍্যপানে আসক্ত হয়ে পড়েন ববি। জিম যাওয়াও ছেড়ে দেন। তবে খুশির কথা, বেশিদিন এমন ভাবে নিজেকে দেখতে পারেননি অভিনেতা। আবার নতুন করে কিছু করে দেখানোর চ‍্যালেঞ্জ নেন তিনি। জিমে গিয়ে শুরু করেন কঠোর শরীরচর্চা। তাঁর নতুন অবতার দেখে সত‍্যিই চোখ কপালে উঠেছিল সকলের।


Niranjana Nag

সম্পর্কিত খবর