বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বরকে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে গোটা দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। বাংলা, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে আন্দোলনে নেমেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এর মাঝে উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের জেলের ভিতর পেটাচ্ছে যোগীর পুলিশ। এই অভিযোগ তুলে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
লাঠি দিয়ে বেধড়ক মেরে চলেছে পুলিশ। পা, কোমর, হাত, দেহের কোন স্থানই বাকি নেই আর। পুলিশের এই অত্যাচারের ফলে ক্রমশ চিৎকার বেড়ে চলেছে বন্দিদের। ঠিক এহেন ভিডিও পোস্ট করলেন অখিলেশ যাদব। ভিডিওটি শেয়ার করে বলা হয় যে, এটি উত্তরপ্রদেশের সাহারানপুরের কোতোয়ালি থানার ঘটনা। বিগত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইট, পাথর ছোড়ার অভিযোগ রয়েছে এই সকল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ভিডিও পোস্ট করে অখিলেশ লেখেন, “জেলের ভেতর বর্তমানে এই ঘটনা হয়ে চলেছে। আমাদের এর বিরুদ্ধে সরব হওয়া উচিত, নাহলে ইকবালের মত মানুষেরা ন্যায় পাবে না।”
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের একাধিক প্রান্তে ইট বৃষ্টির পাশাপাশি পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালিয়ে চলেছে বিক্ষোভকারীরা। এই ঘটনায় বর্তমানে দুশো জনের ওপর মানুষকে গ্রেফতার করা হয়েছে আর এর পরেই অখিলেশের এহেন ভিডিও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
उठने चाहिए ऐसी हवालात पर सवालात
नहीं तो इंसाफ़ खो देगा अपना इक़बाल– यूपी हिरासत में मौतों के मामले में न. 1
– यूपी मानवाधिकार हनन में अव्वल
– यूपी दलित उत्पीड़न में सबसे आगे pic.twitter.com/BCGn93LO49— Akhilesh Yadav (@yadavakhilesh) June 11, 2022
অখিলেশ বলেন, “জেল হেফাজতে বন্দিদের মৃত্যুর নিরিখে উত্তরপ্রদেশ সবার প্রথমে রয়েছে। শুধু তাই নয়, দলিত নিপীড়নে আমাদের রাজ্য প্রথমে।” যদিও এই ভিডিওটি প্রসঙ্গে সাহারানপুরের সিনিয়র পুলিশ সুপার বলেন, “আমাদের এলাকায় এ রকমের কোন ঘটনা ঘটেনি। তবে এই ভিডিওটি কোথায় হয়েছে, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই। তবে আমরা এটি তদন্ত করে দেখব। যে বা যারা অভিযুক্ত হোক না কেন, তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে।”