পার্থ চট্টোপাধ্যায় একজন বিজ্ঞ মানুষ, ব্যক্তিগত আক্রোশ নেই আমার! বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন মামলায় একের পর এক রায় দিয়ে খবরের শিরোনামে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু বেআইনিভাবে চাকরিপ্রার্থীদের চাকরি বাতিলই নয় ,স্কুল সার্ভিস কমিশন মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি প্রথমদিন এও পরিষ্কার করে দেন যে, পার্থ চট্টোপাধ্যায় যেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এর হাজিরা দেওয়া এড়াতে এসএসকেএমে উডবার্ন ওয়ার্ডে ভর্তি না হন। এমনকি সিবিআই চাইলে পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করা হতে পারে বলে সুস্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন , আমি হয়তো পার্থ চট্টোপাধ্যায় কি নিয়ে কিছু মন্তব্য রেখেছি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের উপর আমার কোন ব্যক্তিগত ক্ষোভ বা রাগ নেই। তিনি একজন বিজ্ঞ ব্যক্তি। এর পাশাপাশি মঙ্গলবার হাইকোর্টে শুনানির সময়ে সেই বিচারপতিই সিবিআই তদন্ত নিয়ে এক প্রকার হতাশা প্রকাশ করলেন। এদিন এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানির সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, গত বছর নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। শেষে কোন আলো দেখতে পেলাম না।
এখানেই থেমে না থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি মনে করছি সিবিআইয়ের থেকে এসআইটি (স্পেশাল ইনভেস্টিগেটিং টিম) অনেক ভাল।

Partha Chatterjee 621x414 3

এদিন ওই শুনানির সময়ে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও তাঁর সওয়ালের সময়ে বলেন, সিবিআই অনেক মামলার তদন্ত করছে ঠিকই। কিন্তু আজ পর্যন্ত সিবিআইয়ের তদন্তে অভিযুক্তের সাজা হয়েছে এমন কোনও উদাহরণ সারা দেশে নেই।

সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে এরপর একপ্রকার কথোপকথন চলতে থাকে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, গতকাল সোমবার দুপুরে একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। কিন্ত তাও কতটা সফল হবে তা নিয়ে মতান্তর থাকবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর