ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর সফল পরীক্ষণ করে ফেলল ভারত, এর মারক ক্ষমতা ভয় ধরাবে শত্রুদের

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করল ভারত। জানা গিয়েছে, গত বুধবার ওড়িশার একটি সমন্বিত পরীক্ষা কেন্দ্র থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, বুধবার সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। পাশাপাশি, মন্ত্রক আরও জানিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় সমস্ত নির্ধারিত অপারেশনাল এবং প্রযুক্তিগত বিষয়গুলির মাত্রা সঠিকভাবে পূরণ করেছে।

এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতির মাধ্যমে বলেছে, “১৫ জুন সন্ধ্যে সাড়ে সাতটার দিকে ওড়িশার চাঁদিপুরে একটি সমন্বিত পরীক্ষা কেন্দ্র থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-র সফলভাবে পরীক্ষা করা হয়।” মন্ত্রকের মতে, পৃথ্বী-২ মিসাইল সিস্টেমটিকে অত্যন্ত সফল বলে মনে করা হয়। পাশাপাশি, এটি উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম।

এর আগে ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৪-এর সফলভাবে পরীক্ষা করা হয়:
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত সোমবার, ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে আরেকটি অন্যতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফলভাবে পরীক্ষা করা হয়। এমতাবস্থায়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা-নিরীক্ষা নিঃসন্দেহে দেশের সামগ্রিক সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধিকে চিহ্নিত করেছে। এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ প্রায় ৪ হাজার কিমি। শুধু তাই নয়, এটিকে প্রাথমিকভাবে চিনের বিরুদ্ধে ভারতের অন্যতম প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হিসেবেও বিবেচনা করা হয়।

13 4

পাশাপাশি, ওই বিবৃতিতে বলা হয়েছে, অগ্নি-৪-এর সফল পরীক্ষা ভারতের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধের নীতিকে পুনর্ব্যক্ত করে। মন্ত্রক বলেছে যে, পরীক্ষাটি সমস্ত অপারেশনাল প্যারামিটারের পাশাপাশি সিস্টেমের নির্ভরযোগ্যতাকেও প্রমাণ করেছে। এছাড়াও, জানা গিয়েছে, এই সফল পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত নিয়মিত ইউজার ট্রেনিং লঞ্চের একটি অন্যতম অংশ ছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর