ভোটে হেরে যাওয়ার পর কেউ খোঁজটুকু নেননি, নিজেকে মেরে ফেলা তো মিনিটের ব‍্যাপার, বিষ্ফোরক সোহম

বাংলাহান্ট ডেস্ক: ছোট্ট থেকে অভিনয়ে, টলিউডের মিষ্টি নায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ‘হরলিক্স চেটে চেটে খাওয়া’ থেকে শুরু করে অমানুষ, বোঝে না সে বোঝে নার মতো ছবিতে অভিনয়, অনেকটা পথ এসেছেন সোহম। ইন্ডাস্ট্রির নামীদামী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বড় হলেও স্ট্রাগল করতে হয়েছে তাঁকেও।

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অতীতের স্মৃতি ঘেঁটে বের করে আনলেন কঠিন সময়ের কথা। বাসের ভাড়া দেওয়ার সামর্থ‍্য ছিল না বলে দু পা-ই ছিল ভরসা। তেষ্টা পেলে থুতু গিলে গলা।ভেজাতেন। জল কিনে টাকা নষ্ট করাটাও ছিল তখন বিলাসিতার সমান। সোহম বলেন, এসব এখন শুনলে অনেকেই বিশ্বাস করবে না। কিন্তু এই সময় গুলোর মধ‍্যে দিয়ে গিয়েছেন তিনিও।

soham4
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে আসেন সোহম। ভোটেও দাঁড়িয়েছিলেন টিকিট পেয়ে। ২০১৬ তে বড়জোড়াতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তা কাজে আসেনি। এদিন অভিনেতা জানান, ভোটে হারের পর দুর্বিষহ দিন গিয়েছে তাঁর।

কেউ ফোন করে একবার খোঁজ নেয়নি। কাজ ছিল না। দেড় বছর ধরে একটাও ফোন আসেনি তাঁর কাছে। সোহম জানান, মাঝে মাঝে মাঝরাতে বিছানায় উঠে বসে পড়তেন তিনি, চোখের জল ফেলতেন। চোখ থেকে ঘুম উড়ে গিয়েছিল।

সপ্তাহ কয়েক আগে পর্যন্তও পরপর তরুণী মডেল অভিনেত্রীদের আত্মহত‍্যার ঘটনায় শোরগোল পড়েছিল ইন্ডাস্ট্রিতে। অত‍্যন্ত কম বয়সে ঝড়ে গিয়েছে চার চারটি প্রাণ। এই প্রসঙ্গে সোহম বলেন, নিজেকে মেরে ফেলা কয়েক মিনিটের ব‍্যাপার। কিন্তু যারা পড়ে রইলেন তাদের কথা কে ভাববে? আত্মহত‍্যা কোনো সমস‍্যার সমাধান নয়। এটা বুঝতে পারলেই জীবনটা অনেক সহজ হয়ে উঠবে বলে মত সোহমের‍।

শেষবার ‘কলকাতার হ‍্যারি’ ছবিতে দেখা গিয়েছিল সোহমকে। বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। আগামীতে ‘শ্রীমতী’ ছবিতে অভিনয় করেছেন সোহম। এই প্রথম বার স্বস্তিকা মুখোপাধ‍্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর