বাংলাহান্ট ডেস্ক: লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণের সঙ্গে সঙ্গে সুরহারা হয়েছে দেশ। দীর্ঘ অসুস্থতার পর গত ফেব্রুয়ারি মাসে সুরলোকে গমন করেছেন সুরসম্রাজ্ঞী। প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর জন্য ‘নাম রহে যায়েগা’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিশিষ্ট শিল্পীরা সুরসম্রাজ্ঞীকে নিয়ে স্মৃতি শেয়ার করছেন। সম্প্রতি একটি পর্বে এসেছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)।
সুরের নাইটিঙ্গেলের সম্পর্কে বলতে গিয়ে তাঁকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) সঙ্গে তুলনা করেন গায়ক। তিনি জানান, সুরসম্রাজ্ঞীর কাছে অনেক কিছু শিখেছেন তিনি। কিন্তু লতা মঙ্গেশকরকে রবি ঠাকুরের সঙ্গে তুলনা তিনি কেন করলেন সেটাও বুঝিয়ে বলেছেন অরিজিৎ।
লতা মঙ্গেশকরের গান মনের মধ্যে কেমন অনুভূতি জাগাত সে বিষয়ে বলতে গিয়ে বিশ্বকবির সঙ্গে তুলনা টানেন তিনি। জনপ্রিয় গায়ক বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো বই পড়লেই নিজের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। কারণ তাঁর লেখাতেই ছিল সেই জাদু। প্রতিটি অনুভূতি ছুঁয়ে যেতেন তিনি। লতাজির গানগুলোও ঠিক তেমনি।”
বিশদে বুঝিয়ে অরিজিৎ বলেন, যে গানই শোনা হোক না কেন, শ্রোতা নিজের সঙ্গে মিল পাবে। হেন কোনো অনুভূতি নেই যেটা নিজের গানের মাধ্যমে ফুটিয়ে তোলেননি সুরসম্রাজ্ঞী। শুরু থেকে শেষ পর্যন্ত গানের প্রতি তিনি যে আধ্যাত্ম প্রকাশ করেছেন তা বাস্তবিকই শিক্ষণীয় বলে মন্তব্য করেন অরিজিৎ।
লতা মঙ্গেশকর সম্পর্কে তিনি আরো বলেন, “কঠিন থেকে কঠিনতর গানও এত সহজে গাইতেন তিনি। গানটা শোনার সময়ে মনে হবে কী সহজ, কিন্তু যেই গাইতে শুরু করবে তখনি বোঝা যাবে আসলে কতটা কঠিন। তিনি যে কত বড় একজন শিল্পী ছিলেন সেটা তাঁর হাবেভাবে কখনোই প্রকাশ পায়নি। বরং তিনি বরাবর একজন সাধারণ মেয়ের মতোই গান গেয়েছেন। তাঁর থেকে অনেক কিছুই শেখার আছে।”
এর আগে জাতীয় মঞ্চে প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক গান গেয়েছিলেন অরিজিৎ। সেখানে যেমন তাঁর কণ্ঠে শোনা গিয়েছে ‘নাম গুম যায়েগা’, তেমনি সুরসম্রাজ্ঞীর গাওয়া ‘হায় হায় প্রাণ যায়’, ‘না মন লাগে না’, ‘দে দোল দোল দোল, তোল পাল তোল’, ‘যা রে যারে উড়ে যারে পাখি’র মতো আইকনিক গানও গেয়েছেন অরিজিৎ।