জনপ্রিয় দোকানের ‘ছানা’ খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক, চাঞ্চল্য কালনায়

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, মিষ্টিপ্রেমী বাঙালি। উৎসব,পুজো-পার্বণ তো বটেই, এমনকি এই রোজকার জীবনেও মিষ্টির দোকানে ঢুঁ মারেন না এমন মানুষ বোধহয় খুবই কম রয়েছে। মিষ্টির দোকানের হরেক রকম মিষ্টি আর দই,ছানাতেই মন মজাতে ভালবাসেন মিষ্টিপ্রেমীরা। কিন্তু এই মিষ্টির দোকানের দুর্দান্ত স্বাদের ছানা খাবার পর বেঘোরে প্রাণটা চলে গেলে তখন দুশ্চিন্তা বাড়ে বৈকি। ঠিক তেমনটাই হয়েছে এ কালনার যোগীপাড়ার একটি পরিবারে। এলাকার একটি অতি পরিচিত মিষ্টির দোকান থেকে ছানা এনে বাড়িতে খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারে দশ জন সদস্য। তার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন গোপাল প্রামাণিক (৫৬)।

জানা গিয়েছে, তিন দিন আগে ছানা খাওয়ার পরই বমি এবং সেই সঙ্গে সঙ্গে পেট খারাপ শুরু হয় গোপাল প্রামাণিকের। পেটে ব্যথা বাড়তে থাকায় তাকে তড়িঘড়ি কালনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময়ে চিকিৎসকেরা জানান, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে গোপাল প্রামানিকের। পরিবারের বাকি অসুস্থ সদস্যদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা ভালো হতে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের এক সদস্যের কথায়, “এক সপ্তাহ আগে বাজার থেকে ছানা কিনে এনে সকলে মিলে সেই ছানা খেয়েছিলাম। তারপর বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তিও হয়েছিলাম। বমি ও মাত্রাতিরিক্ত মলত্যাগের সমস্যায় গতকাল রাত্রে গোপাল মারা যায়। আমার ভাইপো কিছু খায়নি। তার ওর কিছু হয়নি। বাকী সকলের এক অবস্থা”।png 20220630 151914 0000

ছানার মধ্যে বিষক্রিয়ার খবর প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুধু তাই নয়, বাজার সংলগ্ন দোকান থেকে যে ছানা কেনা হয়েছিল সেই দোকানের পরিষেবার ওপরেও রীতিমতো প্রশ্নচিহ্ন জাগতে শুরু করে এলাকাবাসীদের মনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর