অলিম্পিকে সোনা জেতা নীরজ নির্ধারণ করে ফেলেছেন পরবর্তী লক্ষ্য, এবার পাখির চোখ সুইডেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অলিম্পিকের পরে বেশ কয়েকমাস বিশ্রামে ছিলেন। নিজেকে পরবর্তী চ্যালেঞ্জগুলির জন্য তিনি প্রস্তুত করছিলেন। তারপর পাভো নুরমি গেমসে অল্পের জন্য দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। জাতীয় রেকর্ড করলেও সোনা আসেনি। কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই ফিনল্যান্ডে সেই আফসোস মিটিয়ে নিয়েছিলেন তিনি। তবে সেই প্রসঙ্গ পরে আসবে।

এখন সুইডেনের স্টকহোমে ডায়মন্ড লিগে নামতে চলেছেন নীরজ, আজ রাত ভারতীয় সময় ১১.৩০ নাগাদ স্টকহোমে ডায়মন্ড লিগে জ্যাভলিন ছুড়বেন তিনি। প্রতিপক্ষ হিসাবে থাকছেন জকুব ভাদলেজ, ভিতেস্লাভ ভেসলিওদের মতো টোকিও অলিম্পিকে পদক জয়ী তারকারা। কিছুদিন আগে ফিনল্যান্ডে অনুষ্ঠিত কুওর্তেন গেমসে সোনা জয় নীরজকে বাড়তি আত্মবিশ্বাস জোগান দেবে।

কুওর্তেন গেমসে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন অ্যান্ডারসন পিটার্স। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে তাকে দুবার পরাস্ত করলেন নীরজ। তার প্রথম প্রচেষ্টাতেই জ্যাভলিনটি ৯০ মিটারের কাছাকাছি দূরত্ব অতিক্রম করে। পরে মেপে দেখা যায় দূরত্বটি হল ৮৬.৬৯ মিটার। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনিদাদ এন্ড টোবাগোর কেশরন ওয়ালকটের চেয়ে .০৫ মিটার বেশি দূরে জ্যাভলিনটি ছুঁড়েছিল নীরজ।

কুওর্তেন গেমসের পর সাক্ষাৎকারে সোনাজয়ী নীরজ জানিয়েছেন, “টোকিও অলিম্পিক এর পর এটা আমার প্রথম প্রতিযোগিতা ছিল। আমার খুব ভালো লাগছে এই ফল করতে পেরে। সকলকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী লক্ষ্য কমনওয়েলথ গেমস। ওখানে প্রতিযোগিতা আরো কড়া হবে।” কমনওয়েলথের আগে এই সুইডেন ট্যুরও নীরজের আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর