‘আমরা অনুতপ্ত”, কালী তথ্যচিত্র নিয়ে বিতর্কের জেরে ভারতের কাছে ক্ষমা চাইল কানাডার মিউজিয়াম

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার সামনে আসার পর থেকেই গোটা দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই তথ্যচিত্রটির পোস্টার গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছে বলে অভিযোগ করে বহু মানুষ। একই সঙ্গে আবার এর সমর্থনেও নামতে দেখা যায় কয়েকজনকে, যা নিয়ে সরগরম হয়ে রয়েছে দেশের রাজনীতি। এর মাঝে তথ্যচিত্রটি দেখানো প্রসঙ্গে এবার ক্ষমা চাইল কানাডার আগা খান মিউজিয়াম।

উল্লেখ্য, সে দেশের টরন্টোর আগা খান মিউজিয়ামে কালী তথ্যচিত্রটি প্রদর্শিত হয় আর এরপরেই সেখানকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হয় দেশের প্রশাসনকে। জানা গিয়েছে, এরপরেই গোটা ঘটনায় ক্ষমা চেয়ে বসলো উক্ত মিউজিয়ামটি। তাদের দাবি, “আমরা অনুতপ্ত।”

আগা খান মিউজিয়াম জানিয়েছে, “মিউজিয়াম কর্তৃপক্ষ অনুতপ্ত। ‘আন্ডার দ্য টেন্ট’ প্রজেক্ট-এর অধীনে দেখানো একটি ভিডিও এবং তার মধ্যকার একটি ছবি বর্তমানে গোটা হিন্দু সম্প্রদায়কে আঘাত দিয়েছে। সেই কারণে আমরা ক্ষমা চাইছি।” উল্লেখ্য, কালী তথ্যচিত্রটির ডিরেক্টর লীনা মণিমেকলিয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশ।

আসলে ঘটনাটি সূত্রপাত হয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেখানে উক্ত তথ্যচিত্রটির পোস্টারে মা কালীকে সিগারেট খেতে দেখা যায়। এক্ষেত্রে এই ঘটনাটি হিন্দু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ উঠতে থাকে। পরবর্তীতে পোস্টার সহ সমগ্র তথ্যচিত্রটি বন্ধ করে দেওয়ার দাবি উঠতে থাকে আর সেই বিতর্কের আঁচ পেতেই এবার ক্ষমা চাইল আগা খান মিউজিয়াম।

jpg 20220706 111355 0000

প্রসঙ্গত, এই সংক্রান্ত পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। একদিকে যেমন পরিচালকের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে বহু মানুষ, আবার অপরদিকে তার পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। যদিও তাঁর এই পদক্ষেপ নিয়ে মহুয়ার সমালোচনায় সরব হয়েছে অনেকেই। অপরদিকে, শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী এই বিষয় সম্পর্কে মত প্রকাশ করেছেন, যা নিয়ে পুনরায় সৃষ্টি হয়েছে বিতর্ক। তবে উক্ত তথ্যচিত্র সম্পর্কিত বিতর্ক শেষপর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর