বাংলা হান্ট ডেস্ক: কার্যত দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল HDFC-র। জানা গিয়েছে, দেশে এবার কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় লেনদেন হতে চলেছে। ইতিমধ্যেই HDFC ব্যাঙ্কের সঙ্গে HDFC-র সংযুক্তিকরণের প্রস্তাব শেয়ার বাজার অনুমোদন করেছে। উল্লেখ্য যে, HDFC এবং HDFC ব্যাঙ্ক শেয়ার বাজারের উভয় ইনডেক্স থেকেই কোনোরকম আপত্তি পায়নি। অর্থাৎ এখন HDFC ও HDFC ব্যাঙ্ক সংযুক্ত হতে চলেছে।
তথ্য সামনে এনেছে ব্যাঙ্ক:
এই প্রসঙ্গে HDFC ব্যাঙ্ক জানিয়েছে যে, এটি বিএসই লিমিটেড থেকে “কোনো প্রতিকূল মন্তব্য ছাড়াই” অবজারভেশন লেটার এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড থেকে “নো অবজেকশন” সহ অবজারভেশন লেটার পেয়েছে। অর্থাৎ, এখন HDFC এবং HDFC ব্যাঙ্কের সংযুক্তিকরণের পথ প্রশস্ত হয়ে গিয়েছে।
পাশাপাশি, HDFC ব্যাঙ্ক আরও জানিয়েছে, “এই স্কিমটি অন্যান্য বিষয়ের সাথে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্কিমের আওতায় থাকা কোম্পানিগুলির সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার এবং ঋণদাতাদের অনুমোদনের অধীনে রয়েছে।” উল্লেখ্য, HDFC এবং HDFC ব্যাঙ্কের সংযুক্তি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে তা সম্পন্ন হতে চলেছে।
আরবিআই দিয়েছে অনুমোদন:
শুধু তাই নয়, HDFC ব্যাঙ্কের সঙ্গে HDFC-র সংযুক্তিকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে আরবিআই। জানা গিয়েছে, এই প্রস্তাবটি আরবিআই-এর কাছে অনেক আগে থেকেই ছিল।
৪০ বিলিয়ন ডলারের চুক্তি:
এটি লক্ষণীয় যে, এর আগে গত ৪ এপ্রিল, দেশের বৃহত্তম হাউজিং ফাইন্যান্স কোম্পানি HDFC লিমিটেড বেসরকারি খাতের মধ্যে দেশের বৃহত্তম ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের সাথে সংযুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জানিয়ে রাখি যে, এর ফলে প্রায় ৪০ বিলিয়ন ডলারের অধিগ্রহণ চুক্তির মাধ্যমে, আর্থিক পরিষেবা খাতে একটি বড় কোম্পানির অস্তিত্ব ঘটবে।
সম্মিলিত সম্পদের পরিমান:
মনে করা হচ্ছে যে, এই প্রস্তাবিত ইউনিটের সম্মিলিত সম্পদের পরিমাণ হবে প্রায় ১৮ লক্ষ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে রেগুলেটরি অ্যাপ্রুভালের সাপেক্ষে এই সংযুক্তিকরণ সম্ভব হতে পারে। এমতাবস্থায়, চুক্তিটি কার্যকর হয়ে গেলে, HDFC ব্যাঙ্ক ১০০ শতাংশ পাবলিক শেয়ারহোল্ডারদের মালিকানাধীন হবে এবং HDFC-র বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে ব্যাঙ্কের ৪১ শতাংশ দখল থাকবে।
এই তথ্য জানিয়েছে বিএসই:
এই প্রসঙ্গে বিএসই তার অবজারভেশন লেটারে জানিয়েছে “কোম্পানিকে পরামর্শ দেওয়া হচ্ছে, আপনারা এনসিএলটি-র কাছে দায়ের করা পিটিশনে SEBI বা অন্য যে কোনো নিয়ন্ত্রক সংস্থার পরিচালক/প্রমোটার অথবা প্রমোটার গোষ্ঠীর বিরুদ্ধে গৃহীত সমস্ত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিস্তারিত তথ্য স্পষ্ট করুন।” শুধু তাই নয়, জানা গিয়েছে প্রতিটি HDFC শেয়ারহোল্ডার প্রতি ২৫ টি শেয়ারের জন্য HDFC ব্যাঙ্কের ৪২ টি শেয়ার পাবেন। অর্থাৎ এর প্রভাব পড়বে গ্রাহকদের ওপরেও।