বাংলা হান্ট নিউজ ডেস্ক: এজবাস্টনে ভারতের ইংল্যান্ডের কাছে হারের পর র্যাঙ্কিংয়েও তার প্রভাব পড়েছে। ৭ উইকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। জো রুট এবং জনি বেয়ারস্টোর অপরাজিত ২৬৯ রানের জুটির ওপর ভর করে ৩৭৭ রানের বিশাল লক্ষ্য পার করেছিল ইংল্যান্ড। ফলস্বরূপ রুটের সাথে বেয়ারস্টোও এখন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দশের উঠে এসেছেন। বেয়ারস্টো ১০ নম্বর স্থানে রয়েছেন এবং রুট শীর্ষস্থানে নিজের অবস্থান আরও পাকা করেছেন।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় উইকেটরক্ষক রিশভ পন্থ। এজবাস্টনে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ তিনি পাঁচ ধাপ এগিয়ে এখন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৫ নম্বর স্থানে রয়েছেন। ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা যিনি করোনার কারণে এই সিরিজের শেষ ম্যাচে খেলতে পারলেন না তিনি আপাতত ৯ নম্বর স্থানে রয়েছেন। ভারত থেকে এই দুজনে কেবলমাত্র শীর্ষ ১০ ব্যাটারদের মধ্যে রয়েছেন।
এই ম্যাচেও ব্যাট হাতে একেবারেই নিষ্ক্রিয় ছিলেন বিরাট কোহলি। তিনি এজবাস্টনে প্রথম ইনিংসে ১১ এবং দ্বিতীয় ইনিংসে ২০ রান করে আউট হন। গত ৬ বছরে প্রথমবারের মতো আইসিসি শীর্ষ দশ ব্যাটারের তালিকায় জায়গা ধরে রাখতে পারলেন না বিরাট। তিনি এই মুহূর্তে রয়েছেন ১৩ নম্বরে।
এই সিরিজ অবশ্য বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে খুব বেশি প্রভাব ফেলেনি। বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন তিন এবং দুই নম্বর স্থানে বজায় রয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ অ্যান্ডারসন ৭ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছেন। বুমরার কাছে বেদম মার খাওয়ার পর দুই ধাপে নেমে ১৬ নম্বর স্থানে রয়েছেন ব্রড।