‘শব্দ চয়ন ঠিক হয়নি, আরও সতর্ক হওয়ার উচিত ছিল’ মহুয়াকে নিয়ে বললেন কুণাল ঘোষ

বাংলাহান্ট ডেস্ক : ‘কালী’ বিতর্কে (Kali Controversy) মহুয়া মৈত্র বেশ বিপাকে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্য নিয়ে দল আগেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছিল। এবার মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘কালী’ বিতর্কে মহুয়ার উদ্দেশে বলেন, ‘ওঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল, শব্দচয়ন সঠিক হয়নি।’

বিগত কয়েকদিন ধরেই ‘কালী’ বিতর্ক নিয়ে উত্তাল রাজ্য সহ গোটা দেশ। মা কালীকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যকে ঘিরে উত্তাল রাজ্য সহ গোটা দেশ। তাঁর বিরুদ্ধে মোট ৫৬টি অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, তাঁর নামে মধ্যপ্রদেশে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।

এই বিতর্কে তৃণমূল মঙ্গলবার রাতেই নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় মহুয়ার মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ‘শাস্ত্র-পুরাণ মতে অনেক আচার আছে। মহুয়ার আরও সতর্ক হওয়া উচিত ছিল। ওঁর শব্দচয়নটা ঠিক হয়নি। ঠিক কী বলতে চেয়েছে সেটা পরিস্কার করে বলা উচিত ওঁর।’

দিন দিন কালী’ বিতর্ক বেড়েই চলেছে। পাশাপাশি দলের সঙ্গে মহুয়ার দূরত্ব যে আরও বাড়ল তাও এদিন পরিষ্কার হয়ে গেছে। এদিন সকালেই এই বিতর্কে যোগ হয় নতুন মোড়। যা খুবই তাৎপর্যপূর্ণ। এদিন সকালেই মহুয়া তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকে আনফলো করেন। শুধু তাই নয়, মহুয়া তাঁর হোয়াটসঅ্যাপ ডিপিতে ছবি পাল্টে মা কালীর ছবি দিয়েছেন। তিনি এদিন ট্যুইট করে বোঝাতে চেয়েছেন, তিনি নিজেও মা কালীর ভক্ত। কিন্তু সেই ট্যুইটের পরেও কমেনি বিতর্ক। তবে এদিন মহুয়ার তৃণমূলের (TMC) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আনফলো করা কি দূরত্ব বাড়ারই ইঙ্গিত দিলো? এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, তৃণমূলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল কেন আনফলো করেছে তা বলতে পারব না। হয়তো হাত পরে গেছে না টেকনিক্যাল কিছু গোলমাল হয়েছে।’

প্রসঙ্গত এই বিতর্কের শুরু কানাডায় বসবাসকারী ভারতীয় মহিলা চিত্র পরিচালক লীনা মণিমেকালাইয়ের নতুন ডকুমেন্টারির পোস্টারকে ঘিরে। ট্যুইটে শেয়ার করা সেই পোস্টারে হিন্দু দেবী কালীর সাজে এক মহিলাকে দেখা যাচ্ছে, যাঁর মুখে জ্বলন্ত সিগারেট, পিছনে দেখা যাচ্ছে এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের রামধনু রঙের পতাকা উড়ছে। সেই নিয়ে যখন দেশে বিতর্কের আগুন জ্বলছে, তার মধ্যেই মঙ্গলবার এক সর্বভারতীয় টিভি চ্যানেলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া (Mahua Moitra) বলে বসেন, মা কালী তো মদ-মাংসের দেবী। সিগারেট খেলে আপত্তি কীসের? যা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক।


Sudipto

সম্পর্কিত খবর