বাংলা হান্ট ডেস্ক: এবার গোয়া-কর্ণাটক মহাসড়কের অন্তর্ভুক্ত NH17 বিভাগের বেশ কয়েকটি মনোমুগ্ধকর ছবি টুইট করে সকলের সামনে নিয়ে এলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। পাশাপাশি, তিনি সেই পোস্টে উল্লেখ করেছেন যে, “কর্ণাটক রাজ্যে গোয়া/কর্নাটক সীমান্ত থেকে NH-17-এর কুন্দাপুর অংশ পর্যন্ত চার লেনের প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে।”
জানা গিয়েছে, এই মহাসড়কের একদিকে ১৮৭ কিলোমিটার পর্যন্ত প্রসারিত রয়েছে আরব সাগরের উপকূল এবং অন্যদিকে রয়েছে পশ্চিমঘাট। এমতাবস্থায়, এই দুইয়ের সন্ধিক্ষণে স্বভাবতই এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে রয়েছে রাজপথটিকে। পাশাপাশি, এটি নিঃসন্দেহে ভারতের সবচেয়ে মনোরম হাইওয়েগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রকল্পের ফলে পশ্চিম ও দক্ষিণ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় হাইওয়ে সংযোগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নীতিন গড়করি জানিয়েছেন, বর্তমানে ১৭৩ কিলোমিটার (মোট কাজের ৯২.৪২ শতাংশ সম্পন্ন হয়েছে) কাজ হয়ে গিয়েছে। পাশাপাশি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে।
এই মহাসড়কটি পানভেল, চিপলুন, রত্নাগিরি, পানাজি, মারগাও, কারওয়ার, উডুপি, সুরথকাল, ম্যাঙ্গালোর, কোঝিকোড়, কোচি, তিরুবনন্তপুরম এবং কন্যাকুমারী সহ প্রধান শহরগুলিকে সংযুক্ত করেছে।
World Class Infrastructure: The Foundation Pillar of #NewIndia
The project for 4-Laning of Goa/Karnataka Border to Kundapur section of NH-17 in the State of Karnataka is near completion. pic.twitter.com/aQvFDybMTx
— Nitin Gadkari (@nitin_gadkari) July 2, 2022
পাশাপাশি, নীতিন গড়করি জানিয়েছেন, “এই প্রকল্পটি যাত্রীদের সফরের সময় অনেকটাই কমিয়ে দেবে এবং দুর্ঘটনাও রোধ করবে। পাশাপাশি, মসৃণ রাস্তার কারণে জ্বালানি সাশ্রয়ে সাহায্য করবে এবং অন্তঃ ও আন্তঃরাজ্য যাত্রীদের জন্য যানজট হ্রাস করবে।”