দর্শকদের ভালবাসায় এক বছর পার লালন-ফুলঝুরির, দ্বিগুণ সেলিব্রেশন বাংলা সেরা ‘ধুলোকণা’র

বাংলাহান্ট ডেস্ক: ভরা বর্ষায় পৌষমাস চলছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’র (Dhulokona)। পড়তে থাকা টিআরপি বাড়িয়ে এক ঝটকায় ঘুরে দাঁড়িয়েছে এই সিরিয়াল। লালন ফুলঝুরির বহু প্রতীক্ষিত বিয়ে দেখিয়েই বাজিমাত করেছে ধুলোকণা। দু সপ্তাহ ধরে একটানা বাংলা সেরার তকমা ধরে রেখেছেন সিরিয়ালটি। সেটে খুশির আবহ।

সেলিব্রেশনের অবশ‍্য আরো একটা কারণ রয়েছে। ৭ জুলাই এক বছর পূর্ণ করল ধুলোকণা। সবথেকে বড় উপহার এসেছে দর্শকদের তরফে। টিআরপি তালিকায় শীর্ষস্থানে আবারো ধুলোকণার নাম দেখেই শুরু হুল্লোড়। উচ্ছ্বসিত নায়ক নায়িকা ইন্দ্রাশিষ রায় এবং মানালি দে-ও।

Fuljhuri
সংবাদ মাধ‍্যমকে পর্দার ফুলঝুরি জানান, কাজের সঙ্গে পাল্লা দিয়ে আনন্দও করা হয়েছে এদিন। কেক কেটে উদযাপন করা হয়েছে। চ‍্যানেলের তরফে কেক পাঠানো হয়েছিল। সেটাই কেটে মিষ্টিমুখ করেছেন সবাই। আরেকদিন ইন্দ্রাশিষ খাওয়াবেন সকলকে। এমন ভাবে প্রায় দিনই কেউ না কেউ খাওয়া দাওয়ার দায়িত্ব নেন। একসঙ্গে কাজ করতে করতে সবাই একটা পরিবারের মতোই হয়ে গিয়েছে।

মানালি জানান, বৃহস্পতিবার সকলে আসেননি সেটে। তাই খাওয়া দাওয়ার পর্বটা অন‍্যদিনের জন‍্য মুলতুবি রাখা হয়েছে। ফুলঝুরি লালনের বিয়ে দেখে উচ্ছ্বসিত দর্শকরা। নায়ক নায়িকা অবশ‍্য পুরো কৃতিত্বটাই দেন লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়কে। তাঁর কাহিনির গুণে বারে বারে বাংলা সেরা হয় তাঁর সিরিয়াল।

তবে চারিদিকে এত ধুলোকণার প্রশংসার মাঝেও ইন্দ্রাশিষের মুখে প্রাক্তন বাংলা সেরা সিরিয়ালের নাম, মিঠাই। প্রতিপক্ষ চ‍্যানেল, উপরন্তু দীর্ঘদিনের বেঙ্গল টপার মিঠাই কড়া টক্কর দিয়ে এসেছে প্রতিটি সিরিয়ালকেই। কিন্তু এখন কিছুটা বিপাকে মোদক পরিবার। এক ধাক্কায় নম্বর কমেছে অনেকটাই। কিন্তু ইন্দ্রাশিষের মতে, টিআরপি দেখে কোনো সিরিয়ালকে বিচার করা ঠিক নয়।

https://www.instagram.com/p/CfuNCr1hyTX/?igshid=YmMyMTA2M2Y=

উচ্ছেবাবুর ভূয়ষী প্রশংসা করে লালনের দাবি, তিনি আগেও আদৃত রায়ের প্রশংসা করেছেন, আর এখনো করছেন। করোনার সময়ে মিঠাইয়ের ট্রেলার দেখেছিলেন টিভিতে। তখনি বলেছিলেন সিরিয়ালটি হিট করবে। নিজের দূরদর্শিতার গর্বে গর্বিত ইন্দ্রাশিষ বলেন, তাঁর কথা ফলে গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর