গতকাল জয়ের পর ভারতীয় অধিনায়ক হিসেবে দুটি বড় মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরের শেষ থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চোট-আঘাত ও বিশ্রামের কারণে বেশি বার মাঠে নামা হয়নি। কিন্তু তার অধিনায়কত্বে এখনও হারের মুখ দেখেনি ভারতীয় দল। রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পরে সব ফরম্যাট মিলিয়ে টানা ১৫টি ম্যাচে অপরাজিত ভারত। তারই মধ্যে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে একটি দুর্দান্ত কীর্তি গড়েছেন তিনি।

রোহিত শর্মা পরিণত হয়েছেন প্রথম ভারতীয় ক্ষুদ্রতম ফরম্যাটের অধিনায়ক যার নেতৃত্বে টানা ১৩টি টি-টোয়েন্টি জিতেছে মেন ইন ব্লু। স্থায়ী অধিনায়ক হওয়ার আগে বিরাটের অনুপস্থিতিতে ৩ টে ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন হিটম্যান। তারপর অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা তিনটি দলকেই ৩-০ ফলে দেশের মাটিতে সিরিজে হারিয়েছিল ভারত। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে দাপুটে জয়ের পর প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টানা ১৩ ম্যাচ জয়ের মাইলফলক ছুঁলেন রোহিত।

সাউদাম্পটনের মাটিতে ভারতের ৫০ রানে জয়ের দিন আরও একটি চমকপ্রদ ব্যক্তিগত অর্জন সম্পন্ন করেছেন রোহিত শর্মা। তিনি মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন। তৃতীয় ভারতীয় টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের নেতৃত্বকালে ১০০০ টি টোয়েন্টি রানের গন্ডি পেরিয়েছেন গতকাল। যদিও ১৪ বলে ২৪ রানের বেশি করতে পারেননি হিটম্যান। দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার ওপর ভর করে ১৯৮ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রথম ওভারেই জস বাটলারকে গোল্ডেন ডাকে ফিরিয়ে ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। তার এবং এই ম্যাচে অভিষেককারী বাঁ-হাতি পেসার অর্শদীপের সুইংয়ের সামনে অসহায় হয়ে পড়েন জেসন রয় এবং ৩ নম্বরে নামা ডেভিড মালান (২১)। মালান পাল্টা আক্রমণের চেষ্টা করেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারেই দুর্ভাগ্যবশত আউট হন তিনি। সেই ওভারেই হার্দিকের বলে স্কুপ করতে গিয়ে উইকেট খোয়ান লিয়াম লিভিংস্টোন। হার্দিকের দ্বিতীয় ওভারে থার্ড ম্যানে ধরা পড়েন রয় যাকে অর্শদীপ এবং ভুবনেশ্বর কার্যত বেঁধে রেখেছিলেন ক্রিজে। এরপর হ্যারি ব্রুকস (২৮) এবং মঈন আলী (৩৬) ইংল্যান্ডকে ম্যাচে রাখার চেষ্টা করলেও ত্রয়োদশ তম ওভারে দুজনকেই তুলে নেন চাহাল। এরপর ম্যাচে আর কিছু টুইস্ট ছিল। নিজের প্রথম ম্যাচ খেলতে নামা অর্শদীপ সিং টেলএন্ডারদের সাফ করেন। একটি উইকেট পান হর্ষল প্যাটেলও। ২০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। ১৯.৩ ওভারে ১৪৮ রানে শেষ হয় ক্রিস জর্ডানদের ইনিংস।

সম্পর্কিত খবর

X