এয়ারপোর্ট থেকে বিমান নিয়ে পগারপার মাল বহনকারী, তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে বিমানবন্দর থেকে একটি বিমান চুরি এবং পরবর্তীতে সেটিকে crash করানোর মতো ভয়াবহ ঘটনা; অনেক সময় আমাদের নজরে আসে এ সকল ঘটনা। এর দরুণ বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। বর্তমানে এই সম্পর্কিত একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাটি চার বছর পুরানো হলেও বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটিতে এর ভয়াবহতা স্পষ্ট ধরা পড়েছে।

ঘটনার কেন্দ্রস্থল আমেরিকার সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর। উক্ত বিমানবন্দরের এক ব্যক্তি ২০১৮ সালের ১০ ই আগস্ট Horizon Air এর Bombardier Q 400 নামক বিমানটিতে ফ্লাইট করেছিলেন বলে খবর সামনে উঠে এসেছে। উক্ত ব্যক্তিটি পেশায় একজন লাগেজ তথা মালপত্র বহনকারী। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখে হতচকিত হয়ে পড়েছে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, পেশায় লাগেজ বহনকারী রিচার্ড রাসেল নামে ওই ব্যক্তি কড়া নিরাপত্তা এড়িয়ে অগ্রসর হয়ে চলেছে। কালো টি-শার্ট পরিহিত রিচার্ডের জামায় লেখা থাকে, ‘The sky’s no limit’। পরবর্তীতে, প্রায় ৫ ঘন্টা পর প্লেনের ভেতর ঢুকে পড়ে ওই ব্যক্তি। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ স্থাপনের বহু চেষ্টা করা হলেও কোনো রকম উত্তর পাওয়া যায় না।

জানা যায় যে, পরবর্তীতে রাসেল বিমানটিতে প্রবেশ করে এবং এরপর বাহনটিকে টেক অফ করা হয়। রাসেলকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “আমি এবার বিমান টেক অফ করাতে চলেছি, এটা খুব বিস্ময়কর ব্যাপার হবে।” পরবর্তীতে সে আরো বলে, “আমি এই মুহূর্তে হাওয়ায় ভেসে চলেছি।” যদিও পরবর্তীতে বিমান কর্তৃপক্ষের দ্বারা তাকে ল্যান্ডিং করার বিষয়ে বহু অনুরোধ করা হয়। যদিও এই প্রসঙ্গে রাসেলের পক্ষ থেকে কোনরকম সদুত্তর মেলেনি।

পরবর্তীতে এটিসিকে ওই ব্যক্তি প্রশ্ন করে, “আমি যদি আলাস্কায় সফলভাবে এই বিমানটিকে ল্যান্ডিং করতে পারি, তাহলে কি আমাকে পাইলটের চাকরি দেওয়া হবে?” তবে তৎক্ষণাৎ তার সেই দাবি উড়িয়ে দেয় এটিসির দ্বারা তাকে জেলে হাজতবাসের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়।

জানা গিয়েছে, পরবর্তীতে এক ঘন্টা ১৩ মিনিট সময়ের কাছাকাছি বাতাসে ওড়ার পর একটি দ্বীপে বিমানটি ক্র্যাশ হয় এবং বিমান দুর্ঘটনার মৃত্যু হয় রাসেলের। পরবর্তীকালে এই ঘটনায় তদন্তভার দেওয়া হয় এফবিআইকে। এক্ষেত্রে রাসেলের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগের সম্ভাবনা খারিজ করা হয়। তবে আচমকা কেন তার এহেন আচরণ, তা সম্পর্কে কোন স্পষ্ট ধারণা মেলেনি। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হওয়ায় তার এই কর্মকাণ্ড দেখে অবাক হয়ে পড়েছে গোটা বিশ্ববাসী।


Sayan Das

সম্পর্কিত খবর