ফের বিশ্রামে কোহলি, তবে এবার বাইরে বসতে বাধ্য করছে চোট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টুয়েন্টি ম্যাচ এসে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে। তবে এবার বিরাট বিশ্রাম চান নি বা তাকে যেতে দেওয়া হচ্ছে না। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানতে পারা গেছে যে বিরাট কোহলি চোট পেয়েছেন। ম্যাচ খেলতে গিয়ে তার কুঁচকির পেশীতে টান লেগেছে। ফলে এই সিদ্ধান্ত কিছুটা বাধ্য হয়েই নেওয়া হতে পারে।

১২ই জুলাই মঙ্গলবার ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা নিতে মরিয়া থাকবেন বাটলাররা। বিরাট কোহলি খুব একটা ভালো ফর্মে ছিলেন না। তার মাঠে নামতে না পারার সম্ভাবনা তার জন্য খুবই চিন্তার খবর হলেও ভারতীয় দলের জন্য হয়তো শাপে বর হতে পারে। যেহেতু বিরাট কোহলি এই মুহূর্তে খুব ভালো ফর্মে নেই তাই তার বোতলের শ্রেয়স আইয়রকেই সম্ভবত তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। তিনি যদি একটি দুর্দান্ত ইনিংস খেলে ফেলেন তাহলে বিরাট কোহলির ওয়ানডে দলে জায়গা ওয়েবার প্রশ্নের মুখে দাঁড়াবে।

বিসিসিআইএ’র এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়ে দিয়েছে যে বিরাট কোহলি শেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় সম্ভবত চোটটি পেয়েছেন। গোটা দলের সঙ্গে ন‍টিংহ্যামে থেকে লন্ডনে আসেননি বিরাট কোহলি। সম্ভবত নিজের ঠোঁটের চেকআপ করানোর জন্যই একদিন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে নটিংহ্যামেই।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল,


Reetabrata Deb

সম্পর্কিত খবর