প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের প্রশংসায় গুরুত্ব দিতে নারাজ বুমরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বল হাতে ক্যারিংটন ওভারে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন যশপ্রীত বুমরা। মূলত তার পারফরম্যান্সের দৌলতেই তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে রোহিত শর্মার ভারত। ৭ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ভারতীয় তারকা যা ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

বুমরার এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে প্রশংসার ডালি উল্টে দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন। বর্তমানে ধারাভাষ্যর সাথে যুক্ত প্রাক্তন ইংল্যান্ড তারকা বলেছেন, “ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে বোলিংয়ের নিরীখে এই মুহূর্তে বুমরার চেয়ে সেরা কেউ নেই। ওর এই ম্যাচের পারফরম্যান্স অবিশ্বাস্য ছিল। ওর কয়েকটা বল এমন ছিল যে বিশ্বের কোনও ব্যাটার ওই ডেলিভারিগুলি সামলাতে পারতেন না।” নাসির হুসেনের এই টুইটের প্রতি সহমত প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারও।

bumrah team india

<span;>কিন্তু যাকে নিয়ে এই বন্দনা সেই বুমরা এই প্রশংসা শুনে কি বলছেন? বুমরা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়েছেন, “আমি কৃতজ্ঞ আমার প্রতি এই প্রশংসার জন্য, কিন্তু আমি নিজে প্রশংসা এবং নিন্দা দুটি ব্যাপারের ক্ষেত্রেই উদাসীন। আমি যে জিনিসগুলো আমার দখলে রাখা সম্ভব সেগুলি নিজের দখলে রাখি আর সব ফরম্যাটে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

প্রথম ওয়ান ডে ম্যাচের প্রথম ওভারে বুমরা জেসন রয় এবং জো রুটকে শূন্য রানে ফিরিয়ে ডবল উইকেট মেডেন ওভার করেছিলেন। পাওয়ার প্লে-তে তিনি ৪ উইকেট নেন এবং পরে নিজের দ্বিতীয় স্পেলে ইংল্যান্ডের শেষ দুটি উইকেট নিয়ে তাদের ১১০ রানে আটকে দেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর