বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওভালে দুরন্ত জয়ের পর আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি রোহিত শর্মা। আজ জিতলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মত একদিনের সিরিজ জিতে নেবে “মেন ইন ব্লুজ”। সেই সঙ্গে সঙ্গে এটি হবে তাদের নতুন দশকে প্রথম ভারতের বাইরে কোন দেশে একদিনের সিরিজ জয়। এখনও অবধি নতুন দশকে ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ খেলেছে। সিরিজ গুলি যথাক্রমে ৩-০, ২-১ এবং ৩-০ ফলে হেরেছে তারা। কিন্তু এই মুহূর্তে বুমরা, রোহিত শর্মারা যে দুর্দান্ত ফর্মে রয়েছে তাতে আজকেই নতুন দশকে বিদেশের মাটিতে প্রথম একদিনের সিরিজ দখল করার আশা করতেই পারেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
আজকের ম্যাচের ভেন্যু লর্ডসে ভারতের ওডিআই রেকর্ড বরাবরই ভালো। এই মাঠেই কপিল দেবের নেতৃত্বে প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এছাড়া গড়াপেটা কান্ডের কালো অধ্যায়ের পেরিয়ে ন্যাটওয়েস্ট সিরিজও এই লর্ডসের মাটিতেই জিতে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছিল সৌরভ গাঙ্গুলীর দল। আজকে মাঠে নামতে চলা রোহিত শর্মার দলেও খুব বেশি পরিবর্তন থাকার কথা নয় কারণ গত ম্যাচের সবকিছুই নিখুঁত ভাবে হয়েছে। আর কোহলির সুস্থ হওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে এখনও পর্যন্ত। অপরদিকে ইংল্যান্ডের দলেও হয়তো কোনো পরিবর্তন হবে না কারণ গত ম্যাচে পুরো দল একসাথে ফ্লপ করেছিল তাই কোনো একজন বা দুইজন নির্দিষ্ট ব্যক্তিকে দল থেকে বসিয়ে দেওয়া হয়তো তাদের পক্ষে সমীচীন হবে না।
সম্ভাব্য ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, স্যাম ক্যারান, ডেভিড উইলি, ম্যাট পার্কিনসন, রিস টপলি,
ভারতের সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল,