শীঘ্রই আসছে স্বস্তির খবর! ৩ হাজার টাকা প্রতি কিলোলিটার দাম কমল জ্বালানির

বাংলাহান্ট ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। গত এক বছর ধরে প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানির দাম। এর ফলে নিত্য প্রয়োজনের জিনিস থেকে বিমান ভাড়ার দামও বৃদ্ধি পেয়েছে তরতরিয়ে। কিন্তু এবার হয়তো কিছুটা হলেও মুখে হাসি ফুটতে চলেছে বিমান যাত্রীদের। জ্বালানির দাম হ্রাস পাওয়ার বিমান টিকিটের দাম কমতে পারে। চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় ১১ বার দাম বৃদ্ধি পেয়েছে বিমান জ্বালানির। ১ লা জানুয়ারি থেকে ধাপে ধাপে প্রায় ৯২% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম।

গত শনিবার বিমান জ্বালানি সংস্থাগুলি জ্বালানির দাম ২.২ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম প্রতি কিলোমিটার পিছু ৩,০৮৪.৯৪ টাকা কমেছে। এর ফলে আজ থেকে এভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম কমে দাঁড়াল ১,৩৮,১৪৭.৯৩ টাকা প্রতি কিলোলিটার। বিমান জ্বালানির দাম কমার কারণে ধারণা করা হচ্ছে এবার হয়তো কিছুটা হলেও কমতে পারে বিমান টিকিটের মূল্য। উল্লেখ্য এই নিয়ে চলতি বছরে দুবার দাম কমলো এভিয়েশন টার্বাইন ফুয়েলের।

এই বছর এভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম রেকর্ড সৃষ্টি করে।১,৪১,২৩৮.৮৭ টাকা প্রতি কিলোলিটার দাম হয়ে দাঁড়ায় এভিয়েশন টার্বাইন ফুয়েলের। এছাড়াও প্রতিটি রাজ্যে ভিন্ন কর ব্যবস্থার জন্য বিমান জ্বালানির দাম কম বেশি হয়ে থাকে।

প্রসঙ্গত প্রতিমাসের ১ ও ১৬ তারিখ আন্তর্জাতিক বাজার মূল্যের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয় এভিয়েশন টার্বাইন ফুয়েলের। এই মুহূর্তে দিল্লিতে এভিয়েশন টার্বাইন ফুয়েলের মূল্য প্রতি কিলোলিটারে ১,৩৮,১৪৭.৯৫ টাকা ও মুম্বাইতে ১,৩৭,০৯৫.৭৪ টাকা।

flight 1

গত ১৬ ই জুন একবারেই এভিয়েশন টার্বাইন ফুয়েলের মূল্য প্রতি কিলোলিটারে ১৯,৭৫৭.১৩ টাকা বৃদ্ধি পেয়েছিল যা একটি রেকর্ড তৈরি করেছিল। এর ফলে দিন দিন বৃদ্ধি পেতে থাকে বিমান যাত্রার খরচ। বিমান যাত্রার মোট খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানির। তাই জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছিল বিমান যাত্রার টিকিটের দাম। জ্বালানির দাম কিছুটা হ্রাস পাওয়ায় এবার হয়তো টিকিটের মূল্য কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর