বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রস্তুতি তুঙ্গে। এশিয়া কাপের পর আরও টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন রোহিত শর্মারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মার দল। এখানেই শেষ নয়। সেই সিরিজের আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
এরফলে ভারতীয় দলের সঙ্গে যুক্ত সকল ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার সমান সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত সিরিজটি যদিও অস্ট্রেলিয়ায় নয়, নিজের ঘরের মাঠেই খেলবে। সেপ্টেম্বরের ২০ তারিখে মোহালিতে সিরিজটি আরম্ভ হবে। এরপর ২২ ও ২৫ তারিখে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হবে নাগপুর ও হায়দরাবাদের মাটিতে।
এরপরে ওই সিরিজ শেষ হওয়া মাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজ আরম্ভ হবে ত্রিবেন্দ্রামে সেপ্টেম্বরের ২৮ তারিখে। এরপর পয়লা অক্টোবর গুয়াহাটিতে এবং ৩রা অক্টোবর ইন্দোরে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে। এরপর অক্টোবরের ৬,৯ এবং ১১ তারিখ রাঁচি, লখনউ এবং দিল্লিতে ওডিআই ম্যাচ খেলবে তারা।
বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানা গিয়েছে যে ওডিআই সিরিজে সেই ক্রিকেটাররা খেলবেন যাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হবে না। বাকি দল প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে অস্ট্রেলিয়া উড়ে আসবে। হিসাব মতো তৃতীয় ওডিআই ম্যাচটি আয়োজন করার কথা ছিল কলকাতায় কিন্তু দুর্গাপুজোর কারণে সেই ম্যাচটি দিল্লিতে আয়োজিত হবে।