বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলার (SSC corruption case) তদন্তে গতকাল থেকেই অতিসক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সারা দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি শুরু করেন ইডি-র আধিকারিকরা। তদন্ত চালানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Parseh Adhikari) সহ একাধিক প্রভাবশালীর বাড়িতে। অপর দিকে শুক্রবার সন্ধ্যা নামতেই মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশি শুরু করে। সেখান থেকে উদ্ধার করা হয় ২১ কোটি টাকা। জানা যাচ্ছে, এই অর্পিতা মুখোপাধ্যায় আবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অত্যন্ত ঘনিষ্ঠ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ-অর্পিতা দুজনেই।
অর্পিতার বাড়ি থেকে বিরাট অঙ্কের টাকা উদ্ধারের পরই পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই মিমের সঙ্গেই উঠে আসছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। এবার তা নিয়েই সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন বৈশাখী। প্রয়োজন পড়লে সাইবার পুলিশের কাছে অভিযোগ জানাবার হুমকি দিয়ে রাখলেন বৈশাখী।
এই বিষয়ে বৈশাখী বলেন, ‘ইতিমধ্যেই এগুলি আমার নজরে এসেছে। আমি এর বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানাব। অপপ্রচার করা হচ্ছে এসব। উই আর নট পার্টনারস ইন ক্রাইম। আমার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। যাঁরা অপপ্রচার করছেন, তাঁরা সারদা কর্তার সঙ্গে দেবযানির কথা টানুন।’ প্রসঙ্গত, এর আগে একাধিক রাজনৈতিক বিতর্কে খবরের শিরোনামে উঠে এসেছেন শোভন বৈশাখী। শুধু তাই নয়, তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক বরাবরই রয়েছে সাধারণ মানুষের কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৪ টি জায়গায় একসাথে তল্লাশি অভিযানে নামে ইডি। এখনও তা শেষ হয়নি। ইতিমধ্যেই গ্রফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। খোঁজ চলছে পার্থর আরও এক ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসেরও।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর