ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে হুবহু দ্রৌপদী মুর্মুর মূর্তি বানালেন শিল্পী! উপহার দিতে চান রাষ্ট্রপতিকে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। পাশাপাশি, শপথগ্রহণও সম্পন্ন হয়েছে তাঁর। সর্বোপরি, দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এক ইতিহাস তৈরি করেছেন। এদিকে, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী রাষ্ট্রপতি হওয়ায় উচ্ছ্বসিত সেই রাজ্যের বাসিন্দারাও। এমতাবস্থায়, তাঁকে অভিনবভাবে সম্মান জানালেন রাঁচির এক ভাস্কর। কাদামাটি থেকেই নিজের অনবদ্য শিল্পকলার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন দ্রৌপদীর একের পর এক মূর্তিকে।

জানা গিয়েছে, রাঁচির রাজেশ প্রজাপতি দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এমন মূর্তি তৈরি করেছেন, যা দেখলে স্তম্ভিত হয়ে যাবেন সকলে। রাজেশ রাঁচির অড্রে হাউসে প্রথমবার দ্রৌপদী মুর্মুকে দেখেছিলেন। সেই সময়ে দ্রৌপদী ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন। এমতাবস্থায়, রাষ্ট্রপতি নির্বাচনের সময় যখন দ্রৌপদী মুর্মুর নাম উঠে আসে এবং তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয় তখন থেকেই রাজেশ দ্রৌপদী মুর্মুর মূর্তি বানানোর চিন্তা করেছিলেন। পাশাপাশি, তিনি নিশ্চিত ছিলেন যে, দ্রৌপদীই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।

সেই অনুযায়ী তিনি তাঁর কাজ শুরু করে দেন। মূর্তি তৈরির জন্য রাজেশ প্রথমে ইন্টারনেট থেকে দ্রৌপদী মুর্মুর একটি ছবি ডাউনলোড করেন এবং তারপরে মাটির ওপর কাজ শুরু করে দেন। জানা গিয়েছে, রাজেশ এক সপ্তাহে মোট ৬ টি মূর্তি তৈরি করেছেন, যদিও সেগুলি রং করার কাজ এখনও শেষ হয়নি। এমতাবস্থায়, রাজেশ যখন দ্রৌপদী মুর্মুর মূর্তি তৈরি করছিলেন, তখন তিনি তাঁর পরিচিত কয়েকজনকে ডেকে মূর্তিটিগুলিকে শনাক্ত করতে বলেন। তখন সবাই তাঁকে জানান যে, মূর্তিগুলিকে অবিকল দ্রৌপদী মুর্মুর মতোই লাগছে। সেই সময়ে রাজেশ বুঝতে পারেন যে, তাঁর পরিশ্রম সফল হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজেশ কখনোই ফাইন আর্ট সংক্রান্ত অধ্যয়ন করেননি। যদিও, তাঁর বাড়িতে প্রায়ই ফাইন আর্টের ছাত্ররা আসেন। মূলত, রাজেশ এসব শিখেছেন তাঁর বাবার কাছ থেকে। রাজেশের তৈরি দ্রৌপদী মুর্মুর মূর্তির মধ্যে, তাঁর চশমা থেকে শুরু করে লাল পাড় শাড়ির ঝলক পর্যন্ত দেখা যাবে। মূর্তিগুলি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছেন।

WhatsApp Image 2022 07 25 at 3.48.20 PM

এমতাবস্থায়, রাজেশ তাঁর এই সৃষ্টিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে উপস্থাপন করতে চান। শুধু তাই নয়, রাজেশ ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্রৌপদী মুর্মুর একটি মূর্তি বানাতে চান, যেখানে দু’জনকেই হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর