বাংলাহান্ট ডেস্ক: রঞ্জিৎ মল্লিক (Ranjit Mallik) মানেই কোমরের বেল্ট খুলে সপাৎ সপাৎ। নেটমাধ্যমের দৌলতে এমন মিম বড় কম দেখা যায়নি। ‘শত্রু’ ছবিতে শুভঙ্কর স্যান্যালের চরিত্রে এমনি ইমেজ তৈরি করেছিলেন অভিনেতা। সেই দুঁদে পুলিস অফিসার শুভঙ্কর স্যান্যাল, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। অত্যন্ত জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিল শুভঙ্কর স্যান্যাল। এবার ফের সেই রূপে পর্দায় ফিরতে চলেছেন রঞ্জিৎ মল্লিক।
তবে এবারে চরিত্রটি একটু আলাদা। আর পুলিস নয়, এবার দক্ষ আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। শ্যাম দাগার কাহিনি ‘অপরাজেয়’তে অভিনয় করছেন রঞ্জিৎ মল্লিক। ছবির প্রযোজনা করবে মোজোটেল এন্টারটেনমেন্ট এবং দিব্যা ফিল্মস।
অভিনেতা জানান, ছবির পরিচালক চেয়েছিলেন যে শত্রু ছবির পুলিস অফিসার শুভঙ্কর স্যান্যালই ফিরে আসুক নতুন ভাবে। এই ছবিতে তাঁর চরিত্রটি একজন সৎ আইনজীবীর। সত্যের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য অনেকবার বেকায়দায় পড়তে হয়েছে তাঁকে। অবসর নিয়ে সরেও এসেছিলেন কাজ, দায়িত্ব থেকে। কিন্তু অন্যায়, অসত্য তাঁকে মুখ ফিরিয়ে থাকতে দেয়নি।
মেয়েদের হাতে মাকে প্রতারিত হতে বাঁচাতে ফের স্বমহিমায় ফেরেন শুভঙ্কর স্যান্যাল। রঞ্জিৎ মল্লিক জানান, ছবির গল্প শুনেই পছন্দ হয়ে গিয়েছিল। তাই আর না করার কারণ ছিল না। পরিচালক জানান, গল্পটা তিনি যখন প্রথম শোনেন তখন চোখের সামনে রঞ্জিৎ মল্লিকই ভেসে উঠেছিলেন।
চরিত্রের নাম শুভঙ্কর স্যান্যাল শুনে আপত্তি করেননি অভিনেতাও। রঞ্জিৎ মল্লিক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবণি সরকার, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়রা। চলতি বছর পুজোর আগেই মুক্তি পেতে পারে অপরাজেয়।