স্কুল দোতলা হচ্ছে, তাই চাই কাটমানি! আপত্তি করায় প্রধান শিক্ষককে ফেলে পেটাল তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্ক : প্রাইমারী স্কুলের (Primary School) দোতলা হচ্ছে। খবর পেয়েই স্কুলের প্রধান শিক্ষকের কাছে দলবল নিয়ে হাজির এলাকার তৃণমূল নেতা (TMCP leader)। তাদের দাবি, ‘স্কুল দোতলা হচ্ছে, আর আপনি পার্টিকে টাকা দেবেন না? এটা তো হবে না’। সোজা কথায় বাচ্চাদের স্কুলের জন্য কাটমানি (Cut money) দিতে হবে পার্টিকে। আর সেই কাটমানি না দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হলো। এমনই অভিযোগ করলেন বাগদার এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক।

এমনিতেই একাধিক সমস্যায় জেরবার বাংলার শাসক শিবির। এবার সেই অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা যাচ্ছে, কিছুদিন আগেই বাগদার পাটকেল পোতা প্রাথমিক স্কুলের নতুন ভবন তৈরির জন্য টাকা আসে। বাগদার ব্লক আধিকারিকের নেতৃত্বে প্রায় ১১ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে ওই নতুন ভবনটি। এবার সেই স্কুল ভবন তৈরির জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে। সূত্র মারফত খবর, আশরাফুল মণ্ডল নামে এক ব্যক্তি এই ঘটনায় জড়িত। টাকার জন্য স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে গালিগালাজ এবং মারধর করা হয়। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, এই আশরাফুল মণ্ডল তৃণমূলের স্থানীয় যুব নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের সহযোগী।

সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে সুকুমার সর্দার নামে ওই প্রধান শিক্ষকের পথ আটকায় অভিযুক্ত আশরাফুল। শুরু হয় গালিগালাজ। স্কুলের নতুন ভবনের জন্য কাটমানির দাবি করে সে। কিন্তু প্রধান শিক্ষক তাকে টাকা দিতে অস্বীকার করে। তারপরই ওই শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করে আশরাফুল। ঘটনার পর আহত অবস্থায় রাস্তাতেই পড়ে ছিলেন তিনি। এরপর স্কুলের অন্যান্য শিক্ষক এবং সুকুমার বাবুর পরিবারের লোক জন এসে তাঁকে উদ্ধার করে বাগদার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে সুকুমারবাবুর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিগ্রস্ত হয়ে পড়েছেন প্রধান শিক্ষক। পরিস্থিতি এমনই যে ভয়ে এখন আর তিনি স্কুলেই যেতে চাইছেন না।

ইতিমধ্যেই ব্লক উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শককেও। তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। এরপর এলাকা থেকে পালিয়েছে অভিযুক্ত আশরাফুল। তবে আশরাফুল যে গিয়াসউদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে, তিনি জানিয়ে দিয়েছেন, আশরাফুল তাঁর অনুগামী নয়।

ঘটনার পর স্থানীয় আষারু গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তুষার কান্তি বিশ্বাস বলেন, ‘প্রধান শিক্ষক পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন, তাঁকে মারধর করা হয়েছে। শিক্ষককে মারধরের ঘটনা দল কোনও ভাবেই মেনে নেবে না। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে।’


Sudipto

সম্পর্কিত খবর