বাংলা হান্ট নিউজ ডেস্ক: আফগানিস্তানের কাবুলে কাবুল ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগের’ খেলার চলাকালীন একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি একটি পরিকল্পিত হামলা ছিল এবং এই হামলার পর স্টেডিয়ামে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এই বিস্ফোরণের পর তড়িঘড়ি সব ক্রিকেটারদের মাঠ থেকে নিরাপদে একটি বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো ওই বিস্ফোরণের সময় লজাতিসংঘের এক প্রতিনধি মাঠে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
বোমা ফাটা মাত্রই স্টেডিয়ামে হুলুস্থুল পরে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে বিস্ফোরণের ভিডিওটি। ভিডিওটি স্টেডিয়ামের যে প্রান্তে বিস্ফোরণ হয়েছে তার অপর প্রান্ত থেকে করা। ভিডিওটিতে দেখা যাচ্ছে কিভাবে উপস্থিত দর্শকরা বিস্ফোরণের আওয়াজ শুনে এবং কালো ধোঁয়া দেখে স্টেডিয়াম থেকে পালানোর চেষ্টা করছে। যদিও কোনও হতাহতের খবর এখনও অবধি পাওয়া যায়নি।
More visual: An #explosion occurred in the #Kabul international #cricket stadium.#Afghanistan #Kabul #Afghanistan #stadium #CricketTwitter pic.twitter.com/VjxFbRbuTc
— Vineet Sharma (@Vineetsharma906) July 29, 2022
গতমাসে ইসলামিক রাজ্য খোরসান প্রদেশে একটি একটি গুরুদ্বোয়ারা হামলা করার খবর আসে। যেখানে সংখ্যালঘু শিখ কমিউনিটি তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল বলে খবর পাওয়া যায়। সেই ঘটনা একমাস পরে আজ থেকে ঠিক দু’দিন আগে কার্তে পারওয়ান গুরুদ্বোয়ারায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে আর আজ ক্রিকেট স্টেডিয়ামে ঠিক একই ঘটনা ঘটলো।
আগস্ট ২০২১ থেকে তালিবান-সরকার আফগানিস্তানের দায়িত্ব নেয়। তারা দাবি করেছিল যে তাদের শাসনে আফগানিস্তানের সকলের সুরক্ষিত। কিন্তু ক্রমাগত সন্ত্রাসবাদি কার্যকলাপ তার উল্টো ইঙ্গিত দিচ্ছে। এবার ক্রিকেট মাঠও সেই সন্ত্রাসবাদি কার্যকলাপের হাত থেকে রক্ষা পেল না। প্রসঙ্গত ২০১৮ সালে প্রথম শুরু হওয়ার পর আবার ২০২২ সালে ফের একবার আফগানিস্তান ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল। যেখানে গতবারের মতো এবারও পাঁচটি দল অংশ নিয়েছিল। কিন্তু এই দুর্ঘটনার পর লিগ কত দূর এগোবে তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।