সনাতন ধর্মের শিক্ষা দেবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়! যুগান্তকারী পদক্ষেপ ইসলামিক স্টাডিজ বিভাগের

বাংলাহান্ট ডেস্ক : আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (Aligarh Muslim University) পড়ানো হবে সনাতন ধর্ম? অবাক লাগলেও এটাই সত্যি। এই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ (Islamic Studies) বিভাগের চেয়ারম্যানের পক্ষ থেকে এমনই ঘোষণা। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। জানা যাচ্ছে, এই মর্মে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের এবার সনাতন ধর্ম সম্পর্কেও জ্ঞান লাভ অত্যন্ত জরুরি। ওই প্রস্তাবে আরও বলা হয়েছে সনাতন ধর্ম বিষয়ে পড়ানো হবে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে। তবে সনাতন ধর্মের সঙ্গে অন্য ধর্মকেও একই সঙ্গে পড়ানো হবে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ।

তবে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণা আছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তির অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের আন্তরিক প্রশংসা করেন মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের নামও। মোদি বিদেশি ছাত্রদের ভারতের সংস্কৃতি বিষয়ে জানানোর জন্যও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর এই অনুরোধের উত্তরে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায় ভারতের ঐতিহ্যের প্রচার তাঁরা আগেও করেছেন এখনও করবেন। এরপরই ইসলামিক স্টাডিজ বিভাগ এই যুগান্তকারী সিদ্ধান্ত নিলো।

এর আগেও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে পাকিস্তান এবং মিশরের লেখকদের লেখা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলো। এই বইগুলি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হতো বলে জানা যাচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর