বাংলাহান্ট ডেস্ক : টাকার বিনিময় আপনি যে কোনও অনুষ্ঠানে ভাড়া নিতে পারবেন বিভিন্ন পদের পুলিশ। কি অবাক হচ্ছেন? এমনই একটি ঘটনা প্রচলিত আছে কেরলে। যেখানে ৭০০ টাকায় কনস্টেবল, ১৮৭০ টাকায় SI ভাড়ায় পাওয়া যায়। আপনি যদি ৩৩ হাজার টাকা খরচা করার ক্ষমতা রাখেন তাহলে ভাড়া পেয়ে যাবেন গোটা থানাটাই। এই ধরনের অবিশ্বাস্য ঘটনা কেরলের থানার। প্রথমে শুনলে এটা কোন “পুলিশ মেলা” বলে মনে হলেও বাস্তবে কিন্তু সেটা নয়।
কেরল পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কোনো নতুন বিষয় নয়। সিনেমার শুটিং থেকে জন্মদিন বাড়ি, কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে কেরলে পুলিশ ভাড়া করার রীতি প্রচলিত আছে। পুলিশ এর পদ অনুযায়ী তাদের নির্দিষ্ট মূল্য নির্ধারিত আছে।
কেরলে কেউ যদি পুলিশ ভাড়া নিতে চান সেক্ষেত্রে কনস্টেবল পিছু প্রতিদিন খরচা হয় ৭০০ টাকা। রাত্রিবেলা থাকতে হলে প্রতি কনস্টেবল পিছু খরচা হয় ১০৪০ টাকা। এ এস আইয়ের প্রতিদিন পিছু ভাড়া ১৮৭০ টাকা। রাতে থাকতে হলে সেই দর বেড়ে গিয়ে হয় ২২১০ টাকা।
কনস্টেবল বা এএসআই ছাড়া যদি আরও উঁচু পদের পুলিশ কর্মী ভাড়া নিতে হয় সে ক্ষেত্রে দামও দিতে হয় অধিক। পুলিশ ইন্সপেক্টর এর জন্য প্রতিদিন ভাড়া দিতে হয় ২৫৬০ টাকা। রাত পিছু সেই ভাড়া হয়ে যায় ৪৩৬০ টাকা। একজন সার্কেল অফিসারের ভাড়া হিসেবে প্রতিদিন গুণতে হয় ৩৭৯৫ টাকা, রাতে তার ভাড়া বেড়ে গিয়ে হয় ৪৭৫০ টাকা।
এখানেই শেষ নয়। নিরাপত্তার খাতিরে যদি কেউ গোটা থানা ভাড়া নিতে চান সেক্ষেত্রে তাকে খরচ করতে হবে ৩৩০০০ টাকা। স্নিফার ডগ ভাড়া নিতে চাইলে খরচা হবে ৬৯৫০ টাকা। ওয়্যারলেস সেট ভাড়া নিতে চাই খরচ পড়বে ২৩১৫ টাকা। এমনকি কারো যদি ফিঙ্গারপ্রিন্ট অনুসন্ধানের দরকার হয় সে ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞ ভাড়া পাওয়া যাবে ৬০৭০ টাকায়।
এইভাবে পুলিশ ভাড়া নেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভ রয়েছে পুলিশের অন্দরেই। পুলিশের এক অধিকারী পিপি সদানন্দন জানিয়েছেন, এই বিষয়টি আরো অধিক মাত্রায় প্রচলিত হয় কন্নারের কে কে আনসারের মেয়ের বিয়েতে কনস্টেবল ভাড়া নেওয়ার পর থেকে। উনি ২৮০০ টাকা দিয়ে চারজন কনস্টেবল ভাড়া করেছিলেন। বলেছিলেন তার মেয়ের বিয়েতে অনেক ভিআইপি লোক আসবে তাই নিরাপত্তার খাতিরে পুলিশ প্রয়োজন। কিন্তু সেই রকম কোন ভিআইপি ব্যক্তি বিয়েতে আসেননি।