বাংলাহান্ট ডেস্ক: বলিউডকে (Bollywood) একঘরে করার জন্য উঠেপড়ে লেগেছেন নেটনাগরিকদের একাংশ। দক্ষিণী ছবিকে মাথায় তুলে হিন্দি ছবিগুলিকে পায়ে টেনে নামানো হচ্ছে। সুশান্ত মৃত্যুর পর নেপোটিজমের অভিযোগ তুলে বয়কট করা হচ্ছিল হিন্দি ছবি। আর এখন ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ বয়কটের ডাক দেওয়া হয়েছে।
অনেকটাই সফলও হয়েছে বয়কট প্রক্রিয়া। মুক্তির পর মাত্র দু দিনেই হাজার হাজার শো বাতিল হয়েছে লাল সিং চাড্ডার। আমির, করিনা, অক্ষয় সকলেই হাত জোড় করে আর্জি জানিয়েছেন ছবি বয়কট না করতে। কিন্তু কোনো অনুরোধই কানে তুলতে রাজি নন নেটিজেনরা। এবার হৃতিক রোশনেরও (Hrithik Roshan) আসন্ন ছবি বয়কটের ডাক উঠল।
কিন্তু হৃতিকের দোষ কী? তাঁর দোষ এটাই যে তিনি লাল সিং চাড্ডার সমর্থনে কথা বলেছেন। তাই নেটনাগরিকরা তাঁর আগামী ছবি ‘বিক্রম বেধা’র বয়কটের ডাক দিয়েছেন। লাল সিং চাড্ডার ভূয়ষী প্রশংসা করে হৃতিক টুইটে লেখেন, ‘লাল সিং চাড্ডা দেখলাম। ছবিটার অন্তর পর্যন্ত অনুভব করতে পেরেছি। ভাল খারাপ দূরে সরিয়ে বলতে চাই, ছবিটা অসাধারণ! এই রত্নটা মিস করবেন না কেউ! যান! এখুনি যান। দেখে আসুন। এটা সুন্দর, খুব সুন্দর।’
https://twitter.com/jabrafanofak47/status/1558503538690752512?t=lH6TJkkM_iizxtI3CD0ShA&s=19
টুইটের উত্তরে বিষ্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন নেটনাগরিকরা। তাঁরা পালটা প্রশ্ন করেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর সময়ে তো মুখ বন্ধ করে ছিলেন। এখন মুখ খুলেছেন কেন? আরেকজন লিখেছেন, হৃতিক যদি তাঁর তস্য জঘন্য ছবি ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ দেখার জন্য অনুরোধ করতেন তাহলেও দর্শকরা দেখত। কিন্তু লাল সিং নয়।
If Bollywood thinks people won't be satisfied till flopping LSC and will continue to boycott every single upcoming Urduwood movie, then it's absolutely right.#BoycottPathan#BoycottVikramVedha#BoycottLalSinghChaddha pic.twitter.com/QbHSe9D6V2
— KIZIE (@sushantify) August 14, 2022
Come 29th September Give Him The Feel Of Nation PULSE By Boycotting His Movie Vikram Vedha.
Remember Known Hindu Hater Miya Saif Ali Khan Who Called Chhatrapati Shivaji Maharaj & Tanhaji As Fiction Characters Is Part Of That Movie. #BoycottVikramVedha https://t.co/HQkK35fdlh
— Sameet Thakkar (@thakkar_sameet) August 13, 2022
রীতিমতো হুমকি পেয়েছেন হৃতিক, তাঁর টুইটে আমিরের কোনো লাভই হবে না। বরং নিজের আসন্ন ছবির ক্ষতি করে ফেলতে পারেন হৃতিক। সেখানে তো আবার করিনার স্বামী সইফের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সইফও হিন্দু বিরোধী, ছত্রপতি শিবাজী মহারাজ এবং তানাজিকে তিনি কাল্পনিক চরিত্র বলেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বিক্রম বেধাও বয়কট করা হোক। তার বদলে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনাকারী ‘কার্তিকেয় ২’ ছবি দেখা ভাল, দাবি নেটিজেনদের।