বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। নেটে উপস্থিত হয়ে আগ্রাসী মেজাজে বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। শেষ তিনি মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তারপর ক্যারিবিয়ান সফর এবং জিম্বাবোয়ে সফরে তিনি ভারতীয় দলের অংশ ছিলেন না। দীর্ঘদিন ধরে অফ ফর্মে ভুগছেন ভারতীয় তারকা। এশিয়া কাপে নিজের পছন্দের প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে তিনি রানে ফিরতে মরিয়া।
সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। যদিও ভারতকে সেবার লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছিল। চলতি বছরে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুইমাস দেরি আছে। তার আগেই আরও একবার এশিয়া কাপে নিজের টি-টোয়েন্টি ফরম্যাটের পছন্দের প্রতিপক্ষ পাকিস্তানের মুখোমুখি হবেন বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাটের রেকর্ড অসাধারণ। পাকিস্তানের বিরুদ্ধে এই ফরম্যাটে রান তাড়া করতে নেমে তিনটে অর্ধশতরান সহ তিন বার ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। নেটেও তার পেট কথা বলতে শুরু করেছে। প্রতি বিসিসিআই একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজার একটি ডেলিভারিকে মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছেন বিরাট। গত কয়েক মাসে সমালোচকরা যথেষ্ট সমালোচনা করেছেন বিরাট কোহলির। পারাগ্রফ এ ভঙ্গি দেখে মনে হচ্ছে এবার তিনি ব্যাট হাতে তাদের জবাব দেওয়ার জন্য তৈরি।
Sound #TeamIndia captain @ImRo45 & @imVkohli get into the groove ahead of the first clash against Pakistan.#AsiaCup2022 | #AsiaCup pic.twitter.com/GNd8imnmM3
— BCCI (@BCCI) August 25, 2022
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান