বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠ ধনকুবের খেতাব অর্জন করলেন গৌতম আদানি, বিরাট ক্ষতি মুকেশ আম্বানির

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক নজিরবিহীন কৃতিত্বের সাক্ষী থাকছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। বর্তমানে প্রায় প্রতিটি মাসেই তিনি তাঁর মোট সম্পদের বিচারে নিত্যনতুন রেকর্ড তৈরি করছেন। এমতাবস্থায়, নতুন পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এখন এমন একটি বিরল নজির অর্জন করেছেন যা এর আগে ভারত তথা সমগ্ৰ এশিয়ার কোনো ধনকুবের করে দেখাতে পারেন নি।

মূলত, গৌতম আদানি বর্তমানে বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। সম্প্রতি ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)-কে মোট সম্পদের বিচারে পেছনে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে যে, গৌতম আদানির সম্পদ বৃদ্ধি পেয়ে ১৩৭.৪ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে।

প্রথম এশিয়ান ব্যক্তি হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী: জানিয়ে রাখি যে, গৌতম আদানি হলেন প্রথম এশিয়ান ব্যক্তি যিনি বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা পেয়েছেন। এমনকি, চিনের জ্যাক মা এবং ভারতের মুকেশ আম্বানি কখনও এই স্থান স্পর্শ করতে পারেন নি। স্বাভাবিকভাবেই, ভারতীয় বিজনেস টাইকুন গৌতম আদানির এই নজিরবিহীন কৃতিত্ব অবাক করেছে সবাইকে।

ইলন মাস্ক এবং জেফ বেজোস রয়েছেন আদানির সামনে: টেসলার সিইও ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখন বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় গৌতম আদানির থেকে এগিয়ে রয়েছেন। তবে, ইলন মাস্ক এবং জেফ বেজোস দীর্ঘদিন ধরে এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে নিজেদের বহাল রাখলেও সম্প্রতি, গৌতম আদানি বিখ্যাত ফরাসি বিলাসবহুল ফ্যাশন কোম্পানি LVMH Moet Hennessy Louis Vuitton-এর মালিক বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

গৌতম আদানির মোট সম্পত্তি: বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমান হল ১৩৭.৪ বিলিয়ন ডলার। অপরিদকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদ হল ২৫১ বিলিয়ন ডলার। পাশাপাশি, তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের মোট সম্পদ হল ১৫৩ বিলিয়ন ডলার। এছাড়াও, চতুর্থ স্থানে নেমে আসা বার্নার্ড আর্নল্টের মোট সম্পদ ১.৩৭ বিলিয়ন ডলার হ্রাসের কারণে ১৩৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের অন্য এক বিজনেস টাইকুন মুকেশ আম্বানি এই তালিকার সেরা দশ থেকে ছিটকে গিয়েছেন। বর্তমানে আম্বানির মোট সম্পদের পরিমান হল ৯১.৯ বিলিয়ন ডলার। পরিসংখ্যান অনুযায়ী, তিনি ধনকুবেরদের তালিকায় একাদশ স্থানে রয়েছেন।

IMG 20210521 143708 1

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে উল্লেখযোগ্যভাবে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে গৌতম আদানির। আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলো হল আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশন। বিগত পাঁচ বছরে, এগুলির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ, বিমানবন্দর, সিমেন্ট, তামা পরিশোধন, ডেটা সেন্টার, গ্রিন হাইড্রোজেন, পেট্রোকেমিক্যাল পরিশোধন, রাস্তা এবং সোলার সেল নির্মাণ সহ নতুন বিকাশের ক্ষেত্রে প্রচুর বিনিয়োগও করেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর